Advertisement
Advertisement
Dev new film

‘সাঁঝবাতি’র পর আবারও লীনা-শৈবালের ছবিতে দেব, পাওলি থাকছেন এবার?

এবারও কি সম্পর্কের গল্প তুলে ধরা হবে?

Dev reunted with Sanjhbati directors Leena Gangopadhyay and Saibal Banerjee | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 9, 2021 4:56 pm
  • Updated:February 9, 2021 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাঁঝবাতি’র পর আবারও পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন দেব (Dev)। ইতিমধ্যেই নতুন ছবি নিয়ে একপ্রস্থ মিটিং সেরে ফেলেছেন টলিউড তারকা। সেই ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক প্রোফাইলে। তিন মূর্তির সঙ্গে এবারও রয়েছেন প্রযোজক অতনু রায়চৌধুরী (Atanu Ray Chaudhuri)।

[আরও পড়ুন: মাত্র ২০ হাজার টাকায় মডেলদের নগ্ন ভিডিও শুট, অভিনেত্রীকে জেরায় বিস্ফোরক তথ্য]

২০১৯ সালের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘সাঁঝবাতি’ (Sanjhbati)। সে ছবিতে ছানা দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। দেব ছিলেন চাঁদুর চরিত্রে। আর দুই মুখ্য চরিত্র সুলেখা ও ফুলির ভূমিকায় অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী ও পাওলি দাম (Paoli Dam)। পরিচালক জুটির পছন্দের অভিনেত্রী পাওলি। প্রথম ছবি ‘মাটি’তেও দেখা গিয়েছিল তাঁকে। নতুন এই ছবিতে পাওলিও কি থাকছেন? সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে প্রতিবারের মতো ভিন্ন আঙ্গিকে সম্পর্কের গল্পই দেখা যেতে পারে বড়পর্দায়।
ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) জানান, মার্চ মাসে সিরিয়ালের কাজের জন্য মুম্বই যাওয়ার কথা রয়েছে তাঁর। ফলে কোন সময় নতুন ছবির কাজে হাত দিতে পারবেন, তা তিনি এখনও পর্যন্ত জানেন না। উল্লেখ্য, তৃণা সাহা (Trina Saha) ও কৌশিক রায় অভিনীত ‘খড়কুটো’ ধারাবাহিকটি হিন্দিতে রিমেক করা হবে। এ খবর আগেই শোনা গিয়েছিল। সম্ভবত সেই কাজেই মুম্বই যাচ্ছেন পরিচালক-চিত্রনাট্যকার। ছবির আরেক পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় (Saibal Banerjee) জানান, সাঁঝবাতির পর বেঙ্গল টকিজের সঙ্গে আরও একটি ছবি তৈরির কথা ছিল।  সেই সূত্রেই এই গল্পের সেশন করা হয়েছিল। ছানা দাদু, সুলেখা, চাঁদু ও ফুলিদের কাহিনি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সমালোচকদের প্রশংসাও পেয়েছিল ‘সাঁঝবাতি’।  এবারও দর্শকদের ভাল গল্প উপহার দিতে পারবেন বলেই বিশ্বাস পরিচালক জুটির।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতা রাজীব কাপুর, বলিউডে শোকের ছায়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement