Advertisement
Advertisement

Breaking News

Dev on JU

‘এটা অন্যায়…’, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেবের

রাজনীতির উর্ধ্বে গিয়ে উপযুক্ত ব্যবস্থা করতে হবে বলেই জানান তারকা সাংসদ।

Dev reacted on JU student Swapnadeep Kundu issue | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 13, 2023 7:46 pm
  • Updated:August 13, 2023 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন অভিনেতা-সাংসদ দেব (Dev)। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি ঘটনা নিয়ে অসন্তোষ জাহির করেন এবং রাজনীতির উর্ধ্বে গিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

Swapnadeep

Advertisement

গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর প্রাণহানি হয়। তাঁর বাবার দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। দফায় দফায় জেরার পর শুক্রবার রাতে পুলিশ সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেপ্তার করে। মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তকেও গ্রেপ্তার করা হয়। এক ডায়েরির সূত্র ধরে উঠে আসছে ‘রুদ্র’দা নামে এক সিনিয়রের নাম।

[আরও পড়ুন: ‘জঙ্গলে মিতিন মাসি’র শুটিং, ভিডিও কলে হাতি দেখে কী বায়না ছেলের? জানালেন কোয়েল]

এ বিষয়ে কথা বলতে গিয়ে দেব জানান, এটা অন্যায়। আর কিছুতেই মেনে নেওয়া যায় না। র‌্যাগিংয়ের বিরদ্ধে কড়া নিয়ম আনতে হবে। রাজনীতির উর্ধ্বে গিয়ে উপযুক্ত ব্যবস্থা করতে হবে বলেই জানান তারকা সাংসদ। দোষিদের উপযুক্ত শাস্তির পক্ষেও সায় দেন তিনি।

Dev

এদিকে ফেসবুক পোস্টে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় লিখেছেন, “র‌্যাগিং ব্যক্তিগত হতাশা আর আক্রমণের ঘৃণ্য প্রকাশ। আর তা যুথবদ্ধ হলে ক্ষমতার প্রদর্শনের আস্ফালন আরও বাড়ে। তার সঙ্গে থাকে রাজনৈতিক মদত ও বহিরাগত বা আপন দাদাদের উসকানি। অথচ এহেন বীরপুঙ্গবরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ঘটে যাওয়া যাবতীয় অন্যায় দেখলে কেঁচোর মতো গুটিয়ে রাখেন নিজেদের আর কর্মজীবনে ঘটে যাওয়া সার্বিক অপরাধের সামনে করজোড়ে নতমস্তকে দাঁড়ান।” রাজ্যের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি র‌্যাগিং ফোরাম গঠন বাঞ্ছনীয় করার জোরালো দাবি তুলেছেন তিনি।

[আরও পড়ুন: পুরুষতান্ত্রিক নিয়ম ভেঙে বাবার মৃতদেহ কাঁধে অঙ্কিতা লোখান্ডে, কান্নায় ভেঙে পড়লেন নায়িকা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement