Advertisement
Advertisement
Dev

এখনও ‘খাদান’ হাউসফুল! প্রথম হল ভিজিটের পর ‘বহুরূপী’র প্রসঙ্গ তুলে কী বললেন দেব?

'খাদান' মুক্তির এতদিন পর প্রথমবার সিনেমা হল দর্শনে গেলেন সুপারস্টার।

Dev reacted after first Cinema Hall visit of Khadaan
Published by: Suparna Majumder
  • Posted:December 28, 2024 9:15 pm
  • Updated:December 28, 2024 9:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যা যা বলে দে…’, হল ভিজিটে দেব এসেছে। ‘খাদান’ মুক্তির এতদিন পর প্রথমবার সিনেমা হল দর্শনে গেলেন সুপারস্টার। স্টার থিয়েটারেও তাঁর ছবি হাউসফুল। কেমন অনুভূতি অভিনেতা-প্রযোজক এবং ক্রিয়েটিভ ডিরেক্টরের?  সেই কথা বলতে গিয়েই উল্লেখ করলেন নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’র কথা। 

dEV

Advertisement

গত ২০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘খাদান’। এতদিন সোশাল মিডিয়া, সংবাদমাধ্যমের সূত্রে প্রতিক্রিয়া পেয়েছেন দেব। অনুরাগীদের নানা পোস্টও তাঁর নজরে পড়েছে। তবে শনিবার প্রথমবার গিয়েছিলেন প্রেক্ষাগৃহে। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারে দেবকে দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা।

পরে নিজের ফেসবুক প্রোফাইলে লাইভ ভিডিওর মাধ্যমে নিজের দর্শকদের ধন্যবাদ দেন দেব। জানান, তিনি চেয়েছিলেন নিজের পারিবারিক ছবি ও কমার্শিয়াল সিনেমার দর্শকদের মিলিয়ে দিতে। এমন একটা সিনেমা সবাইকে উপহার দিতে যা হইচই ফেলে দেয়। দেব জানান, দেড় বছর আগে একটা ঝুঁকি নিয়েছিলেন তিনি। আজ তার ফল দেখে অত্যন্ত খুশি তারকা। এর জন্য নিজের অনুরাগীদের ধন্যবাদও জানান। তাঁর কথায়, “মনটা ভালো হয়ে গেল সত্যি!” এবারে বড়দিনের ছুটিতে ‘খাদান’ ছাড়াও মুক্তি পেয়েছে ‘সন্তান’, ‘চালচিত্র’, ‘৫ নং স্বপ্নময় লেন’। দেবের বক্তব্য, “সব ছবিই চলুক। কোথাও যেন এটা আমাদের সবার জিৎ।”

দেব জানান, একটা সিনেমা সাফল্য পেলে তার পরের সিনেমাগুলোও সেই সাফল্যের ফল লাভ করে। এই প্রসঙ্গেই তিনি ‘বহুরূপী’র কথা তোলেন। পুজোর সময় ‘বহুরূপী’ ও ‘টেক্কা’ একসঙ্গে মুক্তি পেয়েছিল। দেব বলেন, “এবছর যদি বলি, ‘টেক্কা’ ও ‘বহুরূপী’ পুজোয় সাফল্য পেয়েছিল। অবশ্যই ‘বহুরূপী’ অনেক বেশি চলেছিল ‘টেক্কা’র থেকে, সেটা অস্বীকার করতে আমার কোনও দ্বিধা নেই। অবশ্যই এটা বিগেস্ট হিট। সেটা কোথাও যেন আমার মনে হয় যে আমাদের ‘খাদান’কে সাহায্য করেছে। দর্শককে বেঁধে রাখার কাজটা সহজ নয়। আমি খুশি যে বাংলা ছবি রমরমিয়ে চলছে।” দ্বিতীয় সপ্তাহে ‘খাদান’-এর শো বেড়েছে বলেও জানান দেব। পাইরেসি না করে সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার অনুরোধ করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement