সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোতেই আসছে দেবের ‘বাঘা যতীন’। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের সুখবর দিলেন টলিউডের সুপারস্টার। যে ছবির লুকেই চমক দিয়েছিলেন দেব, এবার জানিয়ে দিলেন, ২০ অক্টোবর মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘা যতীন’। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।
আর এবার ‘বাঘা যতীন’ ছবির শুটিং শেষ করে এই ছবি তৈরির অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দু’কলম লিখলেন দেব।
দেব লিখলেন, ”দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যে বিপ্লবী, তাঁর চরিত্রে অভিনয় করতে পেরে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। অধীর আগ্রহে বসে রয়েছি বড় পর্দায় এই চরিত্রকে নিয়ে আসার জন্য।”
এ দেশ তোমার, এ দেশ আমার, এ দেশ তাঁদেরও, যাঁরা স্বাধীনতার জন্য দিয়েছেন প্রাণ। ৭৫ বছরেও ভোলা যায় না তাঁদের সেই বলিদান। বারবার ফিরে আসে তাঁদের গল্প। সিনেমার পর্দায় ফুটে ওঠে তাঁদের জীবন কাহিনি। এবার স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চলেছেন প্রযোজক-অভিনেতা দেব।
View this post on Instagram
অকুতোভয় বাঘা যতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘাযতীন নামে ডাকা হত। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব। তাঁর প্রযোজনাতেই ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়।
২০২১ সালে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় সে ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও একটি ব্লকবাস্টার সুপারস্টার উপহার দিতে চলেছেন, এমনটাই মনে করছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.