Advertisement
Advertisement

Breaking News

Byomkesh Dev

ব্যোমকেশ-এর হাতে ব্যাট! বোলপুরের হাঁসফাঁস গরমেও ছক্কা হাঁকাচ্ছেন দেব, দেখুন

ব্যোমকেশ-এর শুটের ফাঁকে গোটা টিম নিয়ে ক্রিকেট খেলছেন দেব।

Dev plays cricket at Bolpur in between Byomkesh Durgo Rashyo shoot | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 1, 2023 2:46 pm
  • Updated:June 1, 2023 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যোমকেশ এবার ক্রিকেটার। বোলপুরের তীব্র দাবদাহে খালি পায়েই ব্য়াট হাতে ছক্কা হাঁকাচ্ছেন দেব। শুটের ফাঁকেই পরিচালক বিরসার সঙ্গে গোটা টিম নিয়ে ক্রিকেট খেলতে দেখা গেল টলিউডের নতুন ব্যোমকেশকে।

দিন কয়েক আগেই মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ দুর্গরহস্য’র শুটিং সেরে ফিরেছেন। বর্তমানে ঝাড়খণ্ডে শিডিউলের তৃতীয় কিস্তির শুটিংয়ে ব্যস্ত দেব। এসবের মাঝেই ভাইরাল হল বোলপুরে দেব-বিরসার ক্রিকেট খেলার ভিডিও। সেখানেই দেখা গেল ব্যাট হাতে বাউন্ডারির বাইরে বল পাঠাচ্ছেন দেব। এদিকে উইকেট কিপিংয়ের দায়িত্বে ‘ব্যোমকেশ দুর্গরহস্য’র ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ অর্থাৎ পরিচালক বিরসা দাশগুপ্ত।

Advertisement

[আরও পড়ুন: সৃজিতের কানে হুল ফোটাল মৌমাছি, জঙ্গলে তাড়া খেয়ে নাজেহাল ‘ব্যোমকেশ দুর্গরহস্য’ টিম]

ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করে দেব লেখেন, “হ্যালো বোলপুর! এটা এমন একটা টিম, যেখানে সকল একসঙ্গে খায় এবং খেলে।” ‘ব্যোমকেশ দুর্গরহস্য’ সিনেমার কলাকুশলীরাও যোগ দিয়েছিলেন দেবের ক্রিকেট খেলায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

সোশ্যাল মিডিয়ায় দেবের এই ক্রিকেটার অবতারের ভিডিও দেখে মজেছেন অনুরাগীরা। প্রসঙ্গত, ব্যোমকেশের ভূমিকায় দেবের অভিনয় করা নিয়ে কম সমালোচনা হয়নি। অনেকেই নাক সিঁটকেছিলেন! এই ছবির কাস্টিংকেও কটাক্ষ করেছিলেন নিন্দুকরা। যেমন সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্র কিংবা অজিতের ভূমিকায় অম্বরীশ ভট্টাচার্যের কথা শুনেও অনেকে ভ্রু উঁচিয়েছিলেন। তবে সমস্ত বিতর্ককে ছাপিয়ে দিব্যি শুটে ব্যস্ত দেব-বিরসার টিম।

[আরও পড়ুন: মুসলিম হয়েও মহাকাল মন্দিরে, ‘সব জায়গায় যাব….’! এককথায় নিন্দুকদের চুপ করালেন সারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement