Advertisement
Advertisement

Breaking News

Dev

‘কিশোরী’ ইধিকার প্রেমে মত্ত দেব, ‘খাদান’-এর নতুন গানে মন জিতলেন টলিপাড়ার নয়া জুটি

বড়দিনে মুক্তি পাচ্ছে দেবের 'খাদান'।

dev movie khadaan new song Kishori is out
Published by: Akash Misra
  • Posted:December 5, 2024 11:55 am
  • Updated:December 5, 2024 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের পর্দায় একেবারে নতুন জুটি ইধিকা পাল ও দেব। খাদান-এর মাটিতে সেই নতুন প্রেমেরই প্রথম ঝলকেই বোঝা গেল, খাদান ছবিতে শুধু অ্যাকশন নয়, প্রেমেও ঝড় তুলবেন দেব। আর তাই তো বৃহস্পতিবার খাদান ছবির প্রথম রোমান্টিক গান ‘কিশোরী’ গান মুক্তি পেতেই টলিপাড়া ভাসল ইধিকা ও দেবের প্রেমের রসায়নে। কিশোরী গানটি গেয়েছেন রঞ্জিত ভট্টাচার্য ও অন্তরা মিত্র। এই ছবিতে সুরও দিয়েছেন রঞ্জিত ভট্টাচার্য।

Advertisement

‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’, দেবের এই সংলাপই ‘খাদান’ ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। তাতে সম্প্রতি ঘৃতাহুতি পড়ল ১ মিনিট ১৪ সেকেন্ডের টিজারে। আর তা দেখে যা বোঝা যাচ্ছে, নতুন এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন দেব। বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টারকে। যিশুকেও দুটি লুকে দেখা গিয়েছে। তবে সেটি তরুণ বয়স এবং বৃদ্ধ বয়সের।

নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড়পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন। দেব-যিশু, বরখা-ইধিকা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা।

সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথভাবে ‘খাদান’ ছবি প্রযোজনা করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ইতিমধ্যেই ছবির দুটি গান প্রকাশ্যে এসেছে। ‘রাজার রাজা’র পাশাপাশি ‘হায় রে বিয়ে’ও দর্শকদের প্রশংসা পেয়েছে। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন নীলায়ন চট্টোপাধ্যায়, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য। উল্লেখ্য বড়দিনেই দেবের জন্মদিন। এই উপলক্ষে প্রতিবছর অনুরাগীদের জন্য নতুন সিনেমা উপহার হিসেবে নিয়ে আসেন তারকা। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর এবার ‘খাদান’-এর পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement