Advertisement
Advertisement
Dev-Koel

দেব-কোয়েল জুটি ফিরছে? সাক্ষী সরস্বতী! সুরিন্দরের অফিসে আড্ডা জমে ক্ষীর

'এই বয়সেও এত ইয়ং', রঞ্জিৎ মল্লিকের সঙ্গে সুরিন্দরের অফিসে দেদার আড্ডা দেবের।

Dev, Koel Mallick, Ranjit Mallick at Surindar's office on Saraswati Puja
Published by: Sandipta Bhanja
  • Posted:February 2, 2025 5:24 pm
  • Updated:February 2, 2025 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসভিএফ-এর অফিসে ‘রঘু ডাকাত’-এর মহরৎ সেরে সোজা সুরিন্দরের অফিসে পৌঁছে গেলেন দেব (Dev)। এক প্রযোজনা সংস্থার সঙ্গে আগামী ছবির কাজ চলছে। আরেক সংস্থার ব্যানারে সদ্য ব্লকবাস্টার সিনেমা ‘খাদান’ উপহার দিয়েছেন টলিউড সুপারস্টার। রবিবার ছুটির দিনেও শশব্যস্ত শিডিউল দেবের। আর সুরিন্দরের অফিসেই একফ্রেমে ধরা দিল ‘মন মানে না’ জুটি। যা দেখে ব্লকবাস্টার সব স্মৃতির সাগরে ডুব দিলেন অনুরাগীরা। 

Advertisement

নিসপাল সিং রানের অফিস থেকে সরস্বতী পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ‘খাদান’ সুপারস্টার। তবে অনুরাগীদের নজর কাড়ল হাসিমুখে দেব-কোয়েলের (Dev, Koel Mallick) ছবি। আর একসময়কার সেই ব্লকবাস্টার জুটিকে একফ্রেমে দেখেই আবার জুটি বাঁধার আবদার জানিয়ে বসলেন অনুরাগীরা। ‘ফের কবে একসঙ্গে দেখা যাবে দেব-কোয়েলকে?’, কৌতূহলের জোয়ার। একাংশ আবার নিসপাল সিং রানের সঙ্গে দেব-কোয়েলকে দেখে মন্তব্য করেছেন, ‘প্রযোজকও তো রয়েছেন সঙ্গে, আবার একটা সুপারহিট ‘পাগলু’ হয়ে যাক!’ প্রসঙ্গত, বসন্ত পঞ্চমী উপলক্ষে সুরিন্দরের অফিসে এসেছিলেন রঞ্জিত মল্লিকও। প্রবীণ অভিনেতার সঙ্গেও জমিয়ে গল্প করলেন দেব। ক্যামেরার সামনেই মল্লিকবাবুকে তাঁর সটান প্রশ্ন, ‘এই বয়সেও এত ইয়ং, কী করে?’ পুত্রসম অভিনেতার প্রশ্নের জবাবে রঞ্জিত মল্লিক যখন জানালেন তিনি আশিটি বসন্ত পেরিয়েছেন। সেই উত্তর শুনে হতবাক দেব। সুরিন্দরের অফিসে রবিবাসরীয় দুপুরের আড্ডা যে জমে ক্ষীর! তা বলাই বাহুল্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রসঙ্গত, দেব-কোয়েল জুটি একসময়ে ‘পাগলু’, ‘পাগলু ২’, ‘মন মানে না’, ‘হিরোগিরি’, ‘রংবাজ’ -এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। উত্তম-সুচিত্রা, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির উত্তরকালে দেব-কোয়েলকে সেইস্থানেই বসিয়েছিলেন দর্শক-অনুরাগীরা। অনস্ক্রিন সেই জুটির বন্ধুত্ব অফস্ক্রিনে যে আজও অটুট, সরস্বতী পুজোর ফ্রেমে তা আরও একবার প্রমাণিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement