Advertisement
Advertisement
Khadaan

‘বিয়ের পরে সবাই পস্তায়…’, যিশুকে পাশে নিয়ে বলছেন দেব!

দেব-যিশুর মাঝে ফাঁসলেন বরখা বিস্ত!

Dev, Jisshu starrer Khadaan song Haye Re Biye is out now

ছবি : এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:November 22, 2024 4:56 pm
  • Updated:November 22, 2024 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিয়ের পরে সবাই পস্তায়… হায় রে বিয়ে করলি ক্যানে?’, যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta) পাশে নিয়েই বললেন দেব (Dev)। একেই যিশুর বিয়ে ভাঙার গুঞ্জনে শোরগোল মাসখানেক ধরে। যদিও সেই বিতর্কের ছায়া বর্তমানে অতীত। তবে এর মাঝেই ‘খাদান’-এর (Khadaan) দ্বিতীয় গান ‘হায় রে বিয়ে’তে যিশুকে পাশে নিয়ে রসিক দাম্পত্যদর্শন আওড়ালেন দেব।

একসময়ে দেবের মুখে শোনা যেত, ‘কবে দিমু গলায় মালা রে’। সেই তরুণ তুর্কী একেবারে তোলপাড় ফেলে দিয়েছিলেন বাংলার নারীমনে। সেই তিনিই এখন অনেক পরিণত। ভক্তদের দেবের মুখে এবার শোনা গেল, ‘হায় রে বিয়ে হলো ক্যানে…’। যদিও টলিউড সুপারস্টার এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। তবে এবার ‘খাদান’ ছবির গানের জন্যই তাঁর মুখে ‘বিয়েভীতি’র কথা! বৃহস্পতিবার সন্ধেয় একটা পোস্টেই সোশাল মিডিয়ায় প্রায় শোরগোল ফেলে দিয়েছিলেন দেব (Dev)। টলিউড সুপারস্টারের পোস্টে ‘জোড়ায় শুভারম্ভের’ কথা দিয়েছিলেন! শুক্রবার যে বড় চমক দেবেন দেবে, সেটা এদিনই ইঙ্গিত দেন। কথা রাখলেন টলিউড সুপারস্টার। একেবারে জোড়ায় জোড়ায় ধরা দিলেন ‘খাদান’ তারকারা। ‘হায় রে বিয়ে’র মিউজিক ভিডিওতে আবারও দেবকে পাওয়া গেল একেবারে ‘মাস হিরো’ অবতারে। তিনি যে পুরনো ফর্মে ফিরেছেন, সেটা দিন কয়েক আগেই ‘রাজার রাজা’ গানে বুঝিয়ে দিয়েছিলেন। যদিও তাঁর নাচের স্টেপ, হিরোসুলভ শরীরীভাষা নিয়ে খানিক চর্চা হয়েছিল। তবে দীর্ঘদিন বাদে ‘পুরনো দেব’কে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

Advertisement

‘হায় রে বিয়ে’ গানে দেব-যিশুর বন্ধুত্বের পাশাপাশি বরখা বিস্ত এবং ছবির আরেক নায়িকা স্নেহাকেও দেখা গেল। খুনসুঁটিতে নজর কাড়ল দেব-বরখার রসায়ন। দেব-ভক্তরা গানের ঝলক দেখে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছেন। পর পর দুটো গানের ঝলক দেখেই বেশ বোঝা যাচ্ছে, ‘খাদান’ যে শহর ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মনও ছুঁতে পারবে। বৃহস্পতিবার দেবের পোস্ট করা ছবিতে বিয়ের তত্ত্বে সাজানো ছিল মাছ-মিষ্টি, পানসুপারি… এমনকী বর-বধূর হাতে হাত। ২২ নভেম্বর সপরিবারে সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। ব্যস! এই পোস্ট দেখেই নেটপাড়ায় টলিউড সুপারস্টারের বিয়ের জল্পনা উসকে দিয়েছিলেন অনুরাগীদের একাংশ। শুক্রবার সেই ধোঁয়াশা সরিয়ে ধরা দিলেন ‘রাওডি’ লুকে ধরা দিলেন দেব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement