Advertisement
Advertisement

Breaking News

Dev Pradhan

দেবের কি ডেঙ্গু হয়েছে? ‘জ্বর গায়েও রাত পর্যন্ত শুটিং করেছেন’, জানালেন ‘মিঠাই’ সৌমিতৃষা

উত্তরবঙ্গের 'প্রধান'-এর শুটিং চলছে পুরোদমে।

Dev is recovering from fever, shares Pradhan star Soumitrisha Kundu | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 3, 2023 9:40 pm
  • Updated:September 3, 2023 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারই ‘প্রধান’ (Pradhan) টিমের সিংহভাগ কলাকুশলীদের নিয়ে চালসায় পৌঁছে গিয়েছেন দেব-সোহম। যোগ দিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু ওরফে ‘মিঠাই’ও। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু শুটিং। তারপরই শোনা গিয়েছিল জ্বরে কাবু দেব। অনেকেই সন্দেহ করেছিলেন, সাংসদ অভিনেতার সম্ভবত ডেঙ্গু হয়েছে। রটে গিয়েছিল, দেবের (Dev) এই অসুস্থতার জন্য শুটও বাতিল! এবার সেই ভুয়ো খবর নিয়েই মুখ খুললেন মিঠাই সৌমিতৃষা কুণ্ডু ও অম্বরীশ ভট্টাচার্য।

সাংসদ-অভিনেতার মোটেই ডেঙ্গু হয়নি। সৌমিতৃষা জানালেন, “যেদিন পৌঁছলাম, তার আগে থেকেই জ্বর ছিল দেবদার। কিন্তু শুটিং তো বাতিল হয়নি। বরং জ্বর গায়েও রাত অবধি শুটিং করেছেন উনি। ওঁর সারা গায়ে ব্যথা। খুবই দুর্বল হয়ে পড়েছেন ভাইরাল জ্বরে। যেমনটা হয় আর কী! তবে শুটিং চালিয়ে গিয়েছেন। লাইট-ক্যামেরা-অ্যাকশন বললেন ১০০ ভোল্ট। কাজের প্রতি ওঁর এই নিষ্ঠা দেখে সত্যিই শেখার।”

Advertisement

[আরও পড়ুন: ‘জওয়ান’ রিলিজের আগেই বড় ‘Spoiler’ দিলেন খোদ শাহরুখ! কী সেটা?]

অন্যদিকে, দেবের জ্বর নিয়ে ভুয়ো খবর রটতেই বেজায় ক্ষিপ্ত সহ-অভিনেতা অম্বরীশ। জানালেন, “দ্বিতীয় দিন থেকেই পুরো ফিট দেব। ওষুধ খেয়েছে। রক্ত পরীক্ষা করানো হয়েছে। সব ঠিক আছে। এত মিথ্যে খবর রটানো বন্ধ হোক। আমরা ভাল করেই শুটিং করছি।” 

[আরও পড়ুন: ধূপগুড়িতে হুডখোলা গাড়িতে ‘সুপারহিট’ প্রচার, শিলিগুড়িতে মোমো খেলেন মিমি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement