Advertisement
Advertisement
Dev-Shiboprosad

‘পাওয়ার জানিস!’, শিবপ্রসাদকে দেবভক্তদের হুমকি, ‘পুষ্পা’ সংলাপে পালটা জিনিয়ার

অকথ্যভাষায় গালিগালাজও করা হয়েছে পরিচালক-অভিনেতাকে।

Dev Fans allegedly trolled Shiboprosad Mukherjee, Zinia Sen reacted in 'Pushpa' style
Published by: Suparna Majumder
  • Posted:January 7, 2025 12:40 pm
  • Updated:January 7, 2025 12:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া-পড়শির ঘুম নেই!’ ‘খাদান’-এর প্রথম হল ভিজিটের পর দেব নিজে বলেছিলেন ‘বহুরূপী’ বিগেস্ট হিট। আর এই সাফল্য ‘খাদান’কে সাহায্য করেছে দর্শককে বেঁধে রাখার ক্ষেত্রে। কিন্তু আচমকাই দেবভক্তদের একাংশের রোষানলে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হুঁশিয়ারি, দেবের সঙ্গে একসঙ্গে সিনেমা রিলিজ করা হলে ‘দেবভক্তদের ‘পাওয়ার’ কি জিনিস তা দেখিয়ে দেওয়া হবে। পালটা দিয়েছেন চিত্রনাট্যকার জিনিয়া সেন। ‘পুষ্পা’ স্টাইলেই লিখেছেন ‘ঝুঁকেগা নেহি!’

Dev reacted after first Cinema Hall visit of Khadaan

Advertisement

চিত্রনাট্যকার হওয়ার পাশাপাশি পরিচালক-অভিনেতা শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া। শিবপ্রসাদকে ট্যাগ করা একাধিক মন্তব্যের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তাতে শিবপ্রসাদকে ট্যাগ করে লেখা, ‘দেবদার সাথে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।’ অকথ্যভাষায় গালিগালাজও করা হয়েছে পরিচালক-অভিনেতাকে।

 

এতেই জিনিয়ার জবাব, ‘ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশাল মিডিয়া লাইফের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের সিনেমাকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা ‘পুষ্পা’ বলেছিল, হাম ঝুঁকেগা নেহি…’

 

প্রসঙ্গত, পুজোর মাল্টি রিলিজের মধ্যে ছিল দেবের ‘টেক্কা’ এবং নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির ‘বহুরূপী’। সেবারে কিস্তিমাত করেছে শিবপ্রসাদদের ছবি। উইকিপেডিয়ার হিসেবে এখনও পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা এটি। আয় ১৭ কোটি ৯৫ লক্ষ। দেবের ‘খাদান’ মুক্তি পায় ২০ ডিসেম্বর। সেই সিনেমার আয় ইতিমধ্যেই ১৫ কোটি ছাড়িয়েছে। স্টার থিয়েটারে ‘খাদান’-এর হল ভিজিটের পর দেব বলেছিলেন, “এবছর যদি বলি, ‘টেক্কা’ ও ‘বহুরূপী’ পুজোয় সাফল্য পেয়েছিল। অবশ্যই ‘বহুরূপী’ অনেক বেশি চলেছিল ‘টেক্কা’র থেকে, সেটা অস্বীকার করতে আমার কোনও দ্বিধা নেই। অবশ্যই এটা বিগেস্ট হিট। সেটা কোথাও যেন আমার মনে হয় যে আমাদের ‘খাদান’কে সাহায্য করেছে। দর্শককে বেঁধে রাখার কাজটা সহজ নয়। আমি খুশি যে বাংলা ছবি রমরমিয়ে চলছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement