Advertisement
Advertisement
Dev SRK

সিঙ্গল স্ক্রিনে শুধুই শাহরুখ! ‘জওয়ান’-এর ঝোড়ো ব্যাটিংয়ে কোণঠাসা দেব?

শাহরুখ আসতেই ‘হালে পানি পাচ্ছে না’ ব্যোমকেশ?

Dev Byomkesh show decresed due to SRK's Jawan | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 6, 2023 9:40 pm
  • Updated:September 6, 2023 9:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার প্রেক্ষাগৃহে দুই ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দ্বৈরথ! একদিকে ‘জওয়ান’ ঝড়। অন্যদিকে ‘ব্যোমকেশ’ দেবও চার সপ্তাহ ধরে টেনে ব্যাটিং চালাচ্ছেন। তবে অগ্রীম বুকিং শুরু হতেই দৃশ্য বদলালো। বাংলার সিঙ্গল স্ক্রিনগুলোতে শুধুই শাহরুখ খানের দৌরাত্ম! সিনেমা হিট করাতে এ যেন ঠিক ‘পাঠান’ পলিসির দিকেই হাঁটল নির্মাতারা।

বাংলাতেও ছুটছে ‘জওয়ান’-এর বিজয়রথ। যার জেরে কোণঠাসা বাংলা সিনেমা। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। সেখানে তাঁর সিনেমার জন্যই কিনা বাংলায় ব্রাত্য বাংলা ছবি! ‘পাঠান’ রিলিজের সময়ও টলিপাড়ার প্রযোজক, পরিচালকরা ‘বলিউডের দাদাগিরি’ হজম-ই করতে পারেননি। প্রতিবাদে মুখর হয়েও আখেড়ে কোনও লাভ হয়নি! বাংলায় রমরমিয়ে ব্যবসা করেছিল ‘পাঠান। আর এবার তো শাহরুখের ‘জওয়ান’-এর ভয়ে গুটিয়েই গিয়েছে অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমাগুলো। এদিকে শাহরুখ খানের ছবির জন্য হালে পানি পাচ্ছে না বাংলা ছবিও।

Advertisement

[আরও পড়ুন: মুক্তির আগেই ৫০ কোটির ব্যবসা, মুম্বইয়ে ‘জওয়ান’-এর স্ক্রিনিংয়ে চাঁদের হাট, কারা গেলেন?]

তবে এই বিষয়টি নিয়ে পরিচালক বিরসার মনোভাব ইতিবাচক। বলছেন, এত বড় ছবি আসছে। তাদের শো টাইম দিতেই হবে। তৃতীয়-চতুর্থ সপ্তাহে জায়গা ছেড়ে দেওয়াই যায়। তাঁদের কথায়, প্রথম সপ্তাহে হলে ভেবে দেখা যেত।

বৃহস্পতিবার রাজ্যের একাধিক হল থেকে উঠে যাচ্ছে দেব-রুক্মিণীর ব্যোমকেশ ও দুর্গরহস্য। গত ১১ আগস্ট যে ছবি মুক্তি পেয়েছিল। ১ কোটির ওপর আয়ও করেছে। আর ৪ সপ্তাহ যেতে না যেতেই শাহরুখ খানের ‘জওয়ান’-এর জন্য জায়গা ছেড়ে দিতে হল দেবকে। উল্লেখ্য, কিং খানের ‘পাঠান’ বাংলা থেকে যা আয় করেছিল, এযাবৎকাল টলিউডে মাত্র ৩টি সিনেমাই সেই অঙ্ক ছুঁতে পেরেছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement