Advertisement
Advertisement

Breaking News

Dev

প্রার্থীর প্রচার দূর অস্ত! ভোটের আবহে মাইক হাতে দেবের কথা শুনে অবাক দর্শকরা

কী বলেছেন অভিনেতা-সাংসদ দেব?

Dev attend closing ceremony of Debra Gramin Utsav | Sangbad Pratidin
Published by: Paromita Kamila
  • Posted:March 6, 2021 4:57 pm
  • Updated:March 6, 2021 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের ডেবড়ায় প্রতি বছরের মতো এই বছরও আয়োজন করা হয়েছিল মেলার। হরিমতি হাইস্কুলের মাঠে ঘাটাল লোকসভার সাংসদ তথা অভিনেতা দেবের উদ্যোগে আয়োজিত হয় এই মেলা। টানা ৮ দিন ধরে আয়োজিত মেলার শেষ দিন উপস্থিত হয়েছিলেন দেব (Dev)। মাইক হাতে নিতেই সকলেই ভেবেছিলেন যে ভোটের বাজারে গরমাগরম কিছু বলবেন অভিনেতা। কিন্তু তিনি যা বলেছেন, তা শুনে অবাক অনেকেই।

নিজের সোশ্যাল পেজে অনুষ্ঠানের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেছেন দেব। সেই সঙ্গে পোস্টে অভিনেতা  লিখেছেন, “ভোট আসবে, চলে যাবে, কিন্তু একবার জীবন যদি চলে যায় সেটা আর ফিরে আসবে না। দয়া করে মাস্ক পরুন এবং করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে উপযুক্ত ব্যবস্থা নিন।” ভিডিওতে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর কোনও উচ্চবাচ্য না করাটা অনেকের কাটেই বেশ অপ্রত্যাশিত ঠেকেছে। 

Advertisement

[আরও পড়ুন: রাজনীতির স্বার্থে রাজ চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্বে ফাটল! কী জবাব রুদ্রনীলের?]

ভোটের আবহাওয়ায় যে এখনও অতিমারী করোনা (Corona) চলে যায়নি, সেটা মাথায় রাখতে বলেছেন অভিনেতা তথা সাংসদ দেব। তাঁর এই ধরনের মানবিক প্রচার আরও একবার মন জয় করে নিয়েছে অনুরাগীদের। রাজনীতির ময়দানে নেমে কাউকে কু-কথা না বলে, অভদ্র আচরণ না করেও যে বিরোধিতা করা যায় তা সাংসদ দেবের ব্যবহার থেকে বারবার স্পষ্ট হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রসঙ্গত, ডেবরা উৎসবের শেষ দিনে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন সাংসদ ও অভিনেতা দেব। নিজেদের কাছের সাংসদ-অভিনেতা দেবকে মঞ্চে দেখে উচ্ছসিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষ। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসেই বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র।

[আরও পড়ুন: ডিগবাজি! পুরনো তিক্ততা ভুলে ফের নওয়াজউদ্দিনের হাতই ধরলেন স্ত্রী আলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement