Advertisement
Advertisement

Breaking News

Dev

বিতর্ক এড়িয়ে বক্স অফিসে দারুণ ব্যবসা ‘প্রজাপতি’র, চলতি বছরে আসছে দেবের ড্রিম প্রোজেক্ট

বছরের প্রথম দিনে রেকর্ড ব্যবসা 'প্রজাপতি'র।

Dev announced new movie | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 2, 2023 2:05 pm
  • Updated:January 2, 2023 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে রমরমিয়ে চলছে দেবের প্রজাপতি। বছরের প্রথম দিন শুধু এ রাজ্যে নয়, দেশের নানা জায়গায় হাউজফুল ছিল দেব ও মিঠুন চক্রবর্তীর এই ছবি। স্বাভাবিকভাবেই ‘প্রজাপতি’র সাফল্যে দারুণ খুশি দেব। আর সম্প্রতি ফেসবুক লাইভে এসে দর্শকদের সঙ্গে সেই খুশি ভাগ করে নিলেন তিনি। তবে শুধুই খুশি ভাগ নয়, এই ফেসবুক লাইভেই দেব জানিয়ে দিলেন, ‘প্রজাপতি’র পর ফের পরিচালক অভিজিৎ সেনকে নিয়ে ২০২৩ সালে স্বপ্নের ছবি তৈরি করতে চলেছেন দেব।

এদিন ফেসবুক লাইভে এসে দেব (Dev) জানালেন,‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২২ ডিসেম্বর ২০২৩, আমরা ফিরছি আমাদের স্বপ্নের ছবি নিয়ে। ছবির নাম ও অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে শীঘ্রই।’ শেয়ার করেছেন দুটি ছবি। যেখানে দেবের সঙ্গে দেখা যাচ্ছে অতনু রায় চৌধুরী ও অভিজিৎ সেনকে। টনিক ও প্রজাপতির সাফল্যের পর আগামী বছরের শেষেও পর্দায় ফিরবে অভিজিৎ সেন ও দেব জুটি। তবে ছবি নিয়ে বিশেষ কিছু এখনই ফাঁস করতে চাইছেন না দেব।

Advertisement

[আরও পড়ুন: খুন করা হয়েছে তুনিশাকে! বিস্ফোরক কঙ্গনা, মোদির কাছে বিশেষ আরজি অভিনেত্রীর ]

ছবির কাঠামো, বিন্যাস ও বক্তব্যে ‘প্রজাপতি’ নিঃসন্দেহে একটি পরিচ্ছন্ন ব্যবসায়িক ছবি ‘প্রজাপতি’। বাবা এবং অবিবাহিত ছেলের ভাব ভালবাসা, অভিমান, খুনসুটি নিয়ে তৈরি এক নির্মল গল্প। প্রয়াত তরুণ মজুমদারের স্মৃতিতে সিনেমাটি তৈরি করেছেন পরিচালক অভিজিৎ সেন। ছবিতে প্রবীণ এবং প্রাণোচ্ছ্বল মানুষ গৌরের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। আর তাঁর ছেলে জয়ের চরিত্রে রয়েছেন দেব। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মমতা শংকর, শ্বেতা ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্য়ায়, অম্বরীশ ভট্টাচার্য।

[আরও পড়ুন: নখ দিয়ে স্তন ঢাকলেন উরফি! ‘সবচেয়ে দৃষ্টিকটূ ও লজ্জাজনক’, দাবি খোদ অভিনেত্রীরই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement