Advertisement
Advertisement

Breaking News

Dev

ফের একান্তে মালদ্বীপে দেব-রুক্মিণী, সমুদ্রের ধারে রোম্যান্সে মাতলেন টলিউডের এই মিষ্টি জুটি

ছবির শুটিং শেষ করেই সমুদ্রে ছুটেছেন এই তারকা জুটি।

Dev and Rukmani Maitra shares photos from maldives| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 28, 2023 3:59 pm
  • Updated:March 28, 2023 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব সম্প্রতি শেষ করেছেন ‘বাঘাযতীন’ ছবির শুটিং। অন্যদিকে শেষ হয়েছে রুক্মিণী মৈত্র ‘নটী বিনোদিনী’ ছবির শুটিং। আপাতত, ছুটির মেজাজে টলিউডের মিষ্টি জুটি দেব-রুক্মিণী। তাই তো সুযোগ পেয়ে রওনা দিয়েছেন মালদ্বীপে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়া দু’জনে শেয়ার করছেন নানা ছবি। তবে জুটিতে নয়। বরং আলাদা আলাদা করে ছবি পোস্ট করলেন তাঁরা।

আজকাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেই, ক্যাপশনে দেব লিখে ফেলেন এমনি! এত কিছু থাকতে কেন এই শব্দটাই প্রয়োগ করেন দেব, তা নায়ক নিজেই জানেন। তবে এর ফলে অনুরাগীদের মনে তো কৌতুহল আরও বেশি দানা বাঁধে। ফ্যানেরা দেবের এই এমনি শব্দের মধ্যে নানান অর্থ খুঁজতে শুরু করেন। আর যদি কোনওভাবে ইনস্টাগ্রামে দেবের সঙ্গে রুক্মিণী (Rukmini Maitra) থাকেন, তাহলে তো কথাই নেই! দু’য়ে দু’য়ে একবারে চার।

Advertisement

[আরও পড়ুন: ‘করণের জন্যই বলিউড ছেড়েছেন প্রিয়াঙ্কা!’, ফের তোপ কঙ্গনার]

এবারটিও হল তাই। দেব তাঁর প্রত্যেকটি ছবির ক্য়াপশনে লিখলেন, এমনি। তবে রুক্মিণী কিন্তু বিন্দাস লিখে ফেলেছেন এই ট্রিপের কথা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

[আরও পড়ুন: ‘পাঠানে’র সাফল্যে মজেছেন শাহরুখ, নতুন গাড়ির পর এবার ঘর সাজানোর পরিকল্পনা বাদশার! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement