সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা-সাংসদ দেবের (Dev) মুকুটে নয়া পালক। এবার ‘বঙ্গভূষণ’ সম্মানে সম্মানিত হতে চলেছেন তিনি। সোমবার দেব, ঋতুপর্ণা-সহ আরও বিশিষ্টদের এই সম্মাননা জ্ঞাপন করবে রাজ্য সরকার। ওইদিন বিকেল চারটেয় নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজ্যের সরকারের তরফে চিঠি পাঠানো হয়েছে দেবকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ওই চিঠিতে লেখা রয়েছে, “বাংলা চলচ্চিত্রে আপনি একজন যশস্বী অভিনেতা। আপনার অসামান্য অভিনয় ক্ষমতা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পে আপনার অবদান প্রশ্নাতীত। আপনার গৌরবে আমরা গৌরবান্বিত। বাংলার চলচ্চিত্র আপনার সামগ্রিক অবদানে স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই, ২০২২ সোমবার বিকেল চারটেয় কলকাতার নজরুল মঞ্চের পশ্চিমবঙ্গ সরকার আপনাকে বঙ্গভূষণ সম্মান প্রদান করতে আগ্রহী। আপনার সানুগ্রহ সম্মতি প্রত্যাশা করি।”
শুধু দেব কিংবা ঋতুপর্ণা নন। এই তালিকায় রয়েছেন তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদ বাদক দেবজ্যোতি বসু, গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল। ‘বঙ্গভূষণ’ সম্মান পাচ্ছেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদও। তালিকায় রয়েছেন অর্মত্য সেন, কৌশিক বসু এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও। একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে অমর্ত্য সেনকে। রাজ্য সরকারের কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন কৌশিক বসু। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য রাজ্য সরকারের তরফে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হবে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে। এছাড়াও কলকাতার তিনটি বড় ফুটবল ক্লাব – মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবকে বাংলার ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গবিভূষণ’ দেওয়া হবে।
এসএসসি নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতার গ্রেপ্তারির পর বঙ্গসম্মান প্রত্যাখ্যানের জন্য বিশিষ্ট নাগরিকদের কাছে আবেদন জানান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যদিও সিপিএমের এহেন আচরণকে কুরুচিকর মনোভাব বলেই পালটা আক্রমণ শানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.