Advertisement
Advertisement
Sunny leone

‘গদর’ ছবির পোশাকেই ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির সানি দেওল! নাচলেন ধর্মেন্দ্র

১৮ জুন সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সানিপুত্র করণ।

Deols having a blast! Dharmendra, Sunny, Bobby channel their inner dancers at Karan-Drisha's sangeet| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 17, 2023 3:41 pm
  • Updated:June 17, 2023 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গদর’ ছবির তারা সিংকে কিছুতেই যেন ভুলতে পারছেন না সানি দেওল। একদিকে যখন প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেয়েছে বলিউডের ব্লকবাস্টার ‘গদর’ ছবি। অন্যদিকে আবার ‘গদর টু’য়ের প্রচার শুরু। আর তার ঠিক মাঝখানেই ছেলে করণ দেওলের বিয়ে। ‘গদর’ নিয়ে যখন বলিউডে এত কাণ্ড, তখন সানি দেওলও বা কী করবেন! বিয়ের সাজেই তারা সিংকে টেনে আনলেন সানি। মাথায় পাগড়ি, কুর্তার উপর জ্যাকেট। গদরের স্মৃতি উসকে বিয়ে বাড়িতে জবরদস্ত এন্ট্রি নিলেন সানি। তবে শুধুই কী আর এন্ট্রিতে আটকে থাকবেন। করণ দেওলের সংগীতে ‘ম্যায় নিকলা গড্ডি’ লেকে গানে নাচলেনও সানি।

নাতি করণের সংগীতে হাজির ছিলেন দাদু ধর্মেন্দ্রও। বয়সকে ফুৎকারে উড়িয়ে ধর্মেন্দ্র নেচে উঠলেন ফিল্মি গানে। স্ত্রীকে সঙ্গে নিয়ে নাচলেন করণের কাকা ববি দেওলও।

Advertisement

গত মঙ্গলবার, ১৩ জুন রোকা সম্পন্ন করলেন করণ দেওল। মাস খানেক আগেই বাগদান পর্ব সেরেছেন। কিংবদন্তী বাঙালি পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী দৃশা আচার্যকে বিয়ে করছেন সানিপুত্র করণ। এবার পাকা কথা, মেহেন্দির অনুষ্ঠানও হয়ে গেল। ভাইয়ের মেয়ের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক অনীক দত্ত। তবে করণ-দৃশার মেহেন্দির দিন নজর কাড়লেন বাবা সানি দেওল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: প্রেক্ষাগৃহে চলছে ‘আদিপুরুষ’, আচমকাই হাজির বানর, ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে তুলকালাম কাণ্ড!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ছেলে করণ যেখানে ‘হবু স্ত্রী’ দৃশার নাম হাতে লিখেছেন, সেখানে বাবা সানি দেওল মেহেন্দির ডিজাইনে ফুটে উঠল সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। গদর ২ সিনেমার প্রচার নিয়ে বলিউডের অ্যাংরি ইয়াংম্যান এখন বেজায় ব্যস্ত। তার প্রাক্কালেই সানি দেওলের হাতের মেহেন্দিতে যে ডিজাইন দেখা গেল, তাতে সরগরম নেটপাড়া। পর্দার ‘তারা সিং’য়ের হাতে দেখা গেল, শিখ, হিন্দু, মুসসিম এবং খ্রীস্টান ধর্মের প্রতীক। হাতের তালুতে ওম, ক্রস চিহ্নের পাশাপাশি চাঁদ-তারাও মেহেন্দিতে ফুটিয়ে তুলেছেন সানি দেওল। আয়োজনের দিকেও কড়া নজর রেখেছিলেন বাবা-অভিনেতা খোদ। এমন মিষ্টি আচরণে মুগ্ধ অনুরাগীরা।

[আরও পড়ুন: ছেলে করণের মেহেন্দিতে বিশেষ চমক, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন সানি দেওল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement