সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাসিড হামলায় আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে তৈরি হয়েছে ‘ছপাক’ ছবিটি। ছবিতে লক্ষ্মীর নাম বদলে হয়েছে মালতী, যে চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু হামলাকারীর বিরুদ্ধে আদালতে মামলা চলাকালীন যে আইনজীবী লক্ষ্মীর হয়ে লড়েছিলেন, সেই অপর্ণা ভাটের নাম ছবির ক্রেডিটে নেই। ঠিক এই অভিযোগ তুলেই ছবির নির্মাতাদের বিরুদ্ধে দিল্লির একটি আদালতে পিটিশন দায়ের করেছিলেন অপর্ণা। বিচার মিলল বৃহস্পতিবার।
‘ছপাক’ নির্মাতাদের অবিলম্বে ফিল্ম ক্রেডিটে অপর্ণা ভাটের নাম উল্লেখ করতে নির্দেশ দিল আদালত। কিন্তু একইসঙ্গে তাঁর অন্য একটি আবেদন খারিজ করে দিয়েছে কোর্ট। অপর্ণা চেয়েছিলেন, শুক্রবার, ১০ জানুয়ারি ‘ছপাক’ ছবির মুক্তি পিছিয়ে যাক। কিন্তু তাতে রাজি হয়নি আদালত। অপর্ণার দাবি ছিল, শুধু লক্ষ্মীর হয়ে আদালতে সওয়াল করাই নয়। ‘ছপাক’ ছবির নির্মাণপ্রক্রিয়া চলাকালীনও নির্মাতাদের নানারকম তথ্য দিয়ে সাহায্য করেছিলেন তিনি। ছবির চিত্রনাট্য লেখা থেকে শুরু করে শুটিংয়ের ক্ষেত্রেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ফিল্ম ক্রেডিটে তিনি স্থান পাননি।
অপর্ণার আবেদনে সাড়া দিয়ে আদালত তাই নির্দেশ দিয়েছে, ছবির স্ক্রিনিং চলাকালীন ‘অপর্ণা ভাট এখনও মহিলাদের উপর শারীরিক এবং যৌন নিগ্রহের ঘটনায় আদালতে তাঁদের হয়ে মামলা লড়েন’-এই লাইনটি দেখাতে হবে। এই নির্দেশের খবর ইতিমধ্যেই ফেসবুক পোস্টে জানিয়েছেন অপর্ণা। আর তার পর থেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন বহু নেটিজেন। পালটা বার্তায় অপর্ণার বক্তব্য, ‘বলিউডের ক্ষমতাশালী প্রযোজকদের সঙ্গে পাল্লা দেওয়ার শক্তি আমার নেই। কিন্তু চুপ করে থাকলে অন্যায় হত। তাই আমি আমার মতো করে প্রতিবাদ জানিয়েছি। এর ফল যা হবে, তার মুখোমুখি হতে আমি প্রস্তুত।’ আজ দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছপাক। বৃহস্পতিবারই ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে। করমুক্ত করা হল ছত্তিশগড় এবং পুদুচেরিতেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.