Advertisement
Advertisement
Satyajit Ray

প্রযোজক সংস্থার নয়, ‘নায়ক’ ছবির চিত্রনাট্যর স্বত্বাধিকার সত্যজিৎ রায়ের: দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

তরজা শুরু হয় 'নায়ক' ছবিকে নিয়ে ভাস্বর চট্টোপাধ্যায়ের বইকে কেন্দ্র করে।

Delhi HC Upheld Single- Judge's Order In Case Related To Satyajit Ray's
Published by: Akash Misra
  • Posted:August 17, 2023 7:45 pm
  • Updated:August 17, 2023 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির চিত্রনাট্যের স্বত্ব নিয়ে বেশ কয়েক মাস ধরেই দিল্লি আদালতে তরজা চলছিল এই ছবির প্রযোজক সংস্থা আরডি বনশল ও সন্দীপ রায় এবং বই প্রকাশক সংস্থা হার্পার কলিন্সের মধ্যে। গত মে মাসে এই মামলায় ছবির চিত্রনাট্যের স্বত্বাধিকার চিত্রনাট্যকার সত্যজিৎ রায়েরই বলে জানিয়ে দিয়েছিল দিল্লি আদালতের সিঙ্গল বেঞ্চ। বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের সেই রায়েই সম্মতি জানাল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চও।

তরজা শুরু হয় ‘নায়ক’ ছবিকে নিয়ে ভাস্বর চট্টোপাধ্য়ায়ের বইকে কেন্দ্র করে।যেটির প্রকাশক সংস্থা হার্পার কলিন্স। এই প্রকাশনা সংস্থার বিরুদ্ধে নায়ক ছবির প্রযোজক আরডি বনশল পরিবার মামলা দায়ের করে। তাঁদের দাবি, ‘নায়ক’ ছবির প্রযোজক হিসাবে স্বত্বাধিকার তাদেরই। আরজি বনশলের তরফ থেকে জানানো হয়, তাঁদের অনুমতি ছাড়া এই ছবি নিয়ে কোনওরকম কাজ করা যাবে না। এরপরই সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় ও রে সোসাইটির অনুমতিপত্র জমা দেয় প্রকাশনা সংস্থা হার্পার কলিন্স। তাদের তরফে জানানো হয়, ‘নায়ক’ অবলম্বনে উপন্যাস প্রকাশের আগে চিত্রনাট্যকার ও পরিচালক সত্যজিৎ রায়ের আইনি স্বত্বাধিকারী পরিবারের অনুমতি নেওয়া হয়েছে। প্রকাশনা সংস্থা দাবি করে, বনশল পরিবারের অনুমতি সে ক্ষেত্রে প্রয়োজনীয় নয়।

Advertisement

[আরও পড়ুন: ‘লজ্জার! খুনিদের পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত’, যাদবপুরকাণ্ডে বিস্ফোরক সোহম]

এই মামলাতেই দিল্লি আদালত জানায়, ‘নায়ক’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায় নিজে তাই, সৃজনশীল কাজে প্রযোজনা সংস্থার কোনও অবদান ছিল না। সেই কারণে স্বত্ব পুরোটাই সত্যজিৎ রায়ের। দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়ের মাস তিনেক পরে সহমত প্রকাশ করল ডিভিশন বেঞ্চ।

[আরও পড়ুন: ‘লজ্জার! খুনিদের পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত’, যাদবপুরকাণ্ডে বিস্ফোরক সোহম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement