সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপের মামলায় এবার জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) সমন পাঠাল দিল্লির আদালত। অভিনেত্রীর বিরুদ্ধে ২১৫ কোটি টাকার তোলাবাজির অভিযোগ এনেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। সেই অভিযোগ মঞ্জুর করেই এই সমন পাঠানো হয়েছে বলে খবর।
গত বছর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ সুকেশ। জ্যাকলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
সেই সময় শোনা গিয়েছিল, জ্যাকলিনের সঙ্গে পরিচয়ের সময় জামিনে মুক্ত ছিল সুকেশ। চেন্নাইয়ে চারবার জ্যাকলিন ও তার সাক্ষাৎ হয়। তারপর থেকে বিভিন্ন সময় জ্যাকলিনকে নানা উপহার দিয়েছে। এমনকী, শ্রীলঙ্কা থেকে বলিউডে আসা নায়িকাকে কাছে পেতে নাকি পাঁচশো কোটি টাকার সিনেমা তৈরিরও প্রস্তাবও দিয়েছিল সে।
এবার শোনা যাচ্ছে, ইডির আধিকারিকদের সন্দেহ, সুকেশের আর্থিক কেলেঙ্কারির বিষয়ে জ্যাকলিন জানতেন এবং তা থেকে পাওয়া অর্থ ভোগও করেছেন। সেই কারণেই জ্যাকলিনের বিরুদ্ধে প্রায় ২১৫ কোটি টাকার তোলাবাজির অভিযোগ আনা হয়েছিল। আর তা দিল্লির পাতিয়ালা কোর্টে মঞ্জুর হয়েছে। আর আদালতের পক্ষ থেকে জ্যাকলিনকে সমন পাঠানো হয়েছে। সমন অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে হবে।
এদিকে, ‘ঠগবাজ’ সুকেশের সঙ্গে নাম জড়ানোয় বেশ বিপাকে পড়েছেন জ্যাকলিন। সলমন খানের দাবাং টুরেও তিনি এবারে যোগ দিতে পারেননি। তেমন কোনও সিনেমাতেও নাকি সুযোগ পাচ্ছেন না। ইতিমধ্যেই অভিনেত্রী একদফায় জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেই প্রশ্নোত্তর পর্ব চলেছিল। আর্থিক তছরুপ প্রতিরোধ মামলার (PMLA) আওতায় জ্যাকলিনের অবৈধ সম্পত্তিও নাকি বাজেয়াপ্ত করেছে ইডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.