Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

বিশ্বকাপ জ্বরে ‘পাঠান’ও! রবিবার মাঠে থাকবেন দীপিকা, স্টুডিওয় শাহরুখ

ফাইনালের আগে নোরা ফতেহির নাচ দেখতে মুখিয়ে কাতার।

Deepika will be at the stadium in Qatar World Cup final, SRK will be in the studio। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 18, 2022 12:17 pm
  • Updated:December 18, 2022 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লুসেইল স্টেডিয়ামে বাক্সবন্দি সোনার বিশ্বকাপ বহন করে আনবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। টিভি স্টুডিওয় ওয়েন রুনির সঙ্গে ধারাভাষ্যে শাহরুখ খান (Shah Rukh Khan)। গ‌্যালারিতে আমির খান, করিনা কাপুর, আদিত‌্য রায় কাপুর, দিনো মোরিয়া, অনন‌্যা পাণ্ডে, মৌনি রায়রা। আজ বিশ্বকাপ ফাইনালে মাঠে যখন ফুটবলীয় রোম‌্যান্সের সোনালি রোদ ছড়াবেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপেরা, ১১০ গজের বাইরে তখন ঝলমলে উপস্থিতি বলিউডি তারকা ছটার।

আর্জেন্টিনা-ফ্রান্সের রোমাঞ্চকর ফাইনাল শুরুর আগে মাঠে ১৮ ক‌্যারেটের ৬.১৭৫ কেজি সোনায় তৈরি ফিফা কাপের আবরণ উন্মোচনের মঞ্চে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন দীপিকা পাড়ুকোন। শনিবার সকালেই দোহায় উড়ে গিয়েছেন তিনি। বিমানবন্দরে উপস্থিত সংবাদ মাধ‌্যমের ক‌্যামেরার সামনে হাত নেড়েছেন। মাঠে মেসির (Lionel Messi) সঙ্গে সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করার প্রস্তাবও উড়ে এসেছে তাঁর দিকে। যা শুনে মুচকি হেসে দীপিকার উত্তর, “পারলে একবার বলে দেখব।”

Advertisement

[আরও পড়ুন: অরুণাচলে চিনা আগ্রাসন নিয়ে কটাক্ষ, রাহুল গান্ধীকে কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি বিজেপির]

মেসি-এমবাপের হাই ভোল্টেজ লড়াইয়ের মঞ্চে থাকছেন শাহরুখ খানও। তবে মাঠে নয়, স্পোর্টস ১৮ ও জিও সিনেমার স্টুডিওতে। ধারভাষ‌্যকার ওয়েন রুনির সঙ্গে। সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে যে খবর জানিয়েছেন কিং খান নিজেই। লিখেছেন, ‘ফিল্ড পর মেসি অউর এমবাপে… স্টুডিও মে ওয়েন রুনি অউর ম‌্যায়! ১৮ ডিসেম্বর কি শাম হোগি শানদার! দেখিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ মেরে সাথ লাইভ অন জিও সিনেমা অ‌্যান্ড স্পোর্টস ১৮।’ এই পোস্টে নিজের নতুন ছবি ‘পাঠান’-এর প্রোমো ভিডিও দিয়েছেন শাহরুখ। মূলত ছবির প্রমোশনেই শাহরুখ, দীপিকার কাতার যাত্রা।

ইতিমধ্যেই বিশ্বকাপ দেখতে দোহা পৌঁছিয়েছেন মুম্বই ফিল্মজগতের এক ঝঁাক তারকা। যঁার মধ্যে অন‌্যতম আমির খান। ডিসেম্বরের গোড়াতেই প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও তাঁদের সন্তান আজাদ রাও খানকে নিয়ে মুম্বই ছেড়েছেন তিনি। আজাদের গলায় জড়ানো ছিল আর্জেন্তিনার নীল-সাদা পতাকা। একই ভাবে দোহায় উড়ে গিয়েছেন করিনা কাপুর, আদিত‌্য রায় কাপুর, দিনো মোরিয়া, অনন‌্যা পাণ্ডে, মৌনি রায়, আদিত‌্য শীলদের মতো বলিউডের পরিচিত মুখ। ম‌্যাচ দেখছেন। সঙ্গে হইহুল্লোড়, পার্টি। সোশ‌্যাল মিডিয়া সেসবের ছবি পোস্টও করে চলেছেন একনাগাড়ে। এছাড়া ফাইনালের অন্যতম আকর্ষণ হতে চলেছেন নোরা ফতেহি। ফাইনালের ঠিক আগে সমাপ্তি অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন তিনি।

[আরও পড়ুন: ‘পাঠান’ প্রথম দিনে কত টাকার ব্যবসা করবে? বিতর্কের আবহেই জবাব দিলেন শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement