Advertisement
Advertisement

Breaking News

রাজকীয় বিয়ে সেরে মুম্বইয়ে ফিরলেন দীপবীর, দেখুন ভিডিও

দীপিকাকে স্বাগত জানাতে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে রণবীরের বাড়ি৷

Deepika-Ranveer return Mumbai
Published by: Sayani Sen
  • Posted:November 18, 2018 11:31 am
  • Updated:November 18, 2018 11:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে সেরে ইটালি থেকে দেশে ফিরলেন রণবীর-দীপিকা৷ রবিবার সকালেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে পৌঁছান নবদম্পতি৷ বিয়ের পর দীপবীরকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা৷ হাতে হাত রেখে বিমানবন্দরে পৌঁছান তাঁরা৷ সেখানে তখন উপচে পড়া ভিড়৷ আরও একবার শুভেচ্ছার জোয়ারে ভাসলেন নবদম্পতি৷ এরপরই রণবীরের বাড়িতে চলে যান দুজনেই৷

[নেটদুনিয়ায় চর্চিত দীপিকার এনগেজমেন্ট রিং, দাম জানেন?]

শুটিং সেটেই বাঁধা পড়েছিল দীপিকা-রণবীরের মন৷ সময় যত এগিয়েছে, ততই বেড়েছে ঘনিষ্ঠতা৷ কানাঘুসো শোনা গিয়েছিল, বিয়েও করবেন তাঁরা৷ গত অক্টোবরেই একেবারে সোশ্যাল মিডিয়ায় বিয়ের আমন্ত্রণপত্র দিয়ে জানিয়েছিলেন সুসংবাদ৷ ডেস্টিনেশন ওয়েডিংয়ে সায় দিয়েছিল দীপিকা-রণবীরের মন৷ সেই অনুযায়ী ইটালির লেক কোমোয় বসে বিয়ের আসর৷ ছবির মতো সাজানো লেক কোমোয় ১৪ নভেম্বর কোঙ্কনি মতে এবং ১৫ নভেম্বর সিন্ধি নিয়ম মেনে চারহাত এক হয়৷ দীপবীরের বিয়ে নিয়ে আগ্রহ কম ছিল না অনুরাগীদের৷ বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দীপবীর৷

[দীপিকাকে স্বাগত জানাতে সেজে উঠেছে রণবীরের বাড়ি, দেখুন ভিডিও]

ছবিতে দেখলে কী হবে, ‘পদ্মাবত’-কে একবার সামনে থেকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাঁর ফ্যানেরা৷ রবিবারও মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে ভিড় জমান অনেকেই৷ বিমানবন্দরে পৌঁছানোর পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি৷ সাদা এবং লাল রঙের পোশাকেই সেজে উঠেছিলেন দুজনে৷ দীপিকা সেজেছিলেন সাদা সালোয়ার এবং লাল ওড়নায়৷ সাদা কুর্তা পরেছিলেন রণবীর৷ বিমানবন্দর থেকে সোজা রণবীরের হাত ধরে শ্বশুরবাড়িতে চলে যান দীপিকা৷ পুত্রবধূ বাড়িতে প্রথমবার পা রাখছে বলে কথা! তাই তাকে স্বাগত জানাতে সেজে উঠেছে রণবীরের মুম্বইয়ের বাড়ি৷ আলোয় আলোয় ভরে গিয়েছে বহুতল৷

[প্রকাশ্যে দীপিকা-রণবীরের বিয়ের প্রথম ছবি]

আগামী ২১ নভেম্বর দীপবীরের রিসেপশন৷ দীপিকার হোমটাউন বেঙ্গালুরু৷ তাই সেখানেই হবে অনুষ্ঠান৷ ২৮ নভেম্বর মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছেন রণবীর৷ দুটি পার্টিতেই পরিবারের ঘনিষ্ঠরা ছাড়াও বলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকার কথা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement