Advertisement
Advertisement

Breaking News

Deepika-Ranveer

গণপতি উৎসবেই রণবীর-দীপিকার ঘরে এল লক্ষ্মী, ‘সেরা’ প্রতিক্রিয়া আলিয়া-প্রিয়াঙ্কাদের

দীপিকার মতোই 'লক্ষ্মী মেয়ে' চেয়েছিলেন, রণবীরের ইচ্ছেপূরণে কী প্রতিক্রিয়া আলিয়া-প্রিয়াঙ্কাদের?

Deepika-Ranveer announce birth of daughter, Alia-Priyanka's best reaction
Published by: Sandipta Bhanja
  • Posted:September 8, 2024 4:58 pm
  • Updated:September 8, 2024 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকোনের মতোই ‘লক্ষ্মী মেয়ে’ চেয়েছিলেন রণবীর সিং (Deepika-Ranveer)। রবিবার সকালে সেই ইচ্ছেপূরণ হল অভিনেতা। ফুটফুটে রাজকন্যার জন্ম দিলেন বলিউড ‘মস্তানি’। রবিবার বেলা বাড়তেই সোশাল মিডিয়ায় সুখবর দিলেন ‘সুপারস্টার’ মা-বাবা। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা দম্পতি। মুম্বইয়ে গণেশ উৎসবের আবহে দীপবীরের সংসারে ‘লক্ষ্মী’ আসার খবরে অনুরাগীরা তো বটেই ইন্ডাস্ট্রির সহকর্মীরাও ততোধিক উচ্ছসিত। তার মধ্যেই ‘সেরা’ প্রতিক্রিয়া দিলেন আলিয়া-প্রিয়াঙ্কাদের মতো কন্যাসন্তানের মায়েরা।

Advertisement

এর আগে রণবীর একবার জানিয়েছিলেন, “আপনাদের বউদি (দীপিকা) ছোটবেলায় এত্ত মিষ্টি ছিল না! আমি তো রোজ ওঁর ছোটবেলার ছবি দেখি আর ভাবি, ইশ আমার যদি এরকম একটা ছোট্ট মিষ্টি মেয়ে হয়, তাহলে জীবনের বৃত্ত একেবারে সম্পূর্ণ হয়ে যাবে।” ৮ সেপ্টেম্বর সেই মনোবাঞ্ছাই পূরণ হল। খুশিতে ডগমগ হয়ে খুদে রাজকন্যে খবর দিলেন রণবীর-দীপিকা। আর সেই পোস্টেই আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, শাহিন ভাট, রুবিনা দিলাইক, আথিয়া শেট্টি, মালাইকা অরোরা, পূজা হেজ-সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। সহকর্মী ‘রকি’র ঘরেও কন্যাসন্তান আসায় যেন সেলিব্রেশনের মুডে ‘রানি’ আলিয়া। ইমোজি দিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, রণবীর সিংয়ের সঙ্গে ‘দিল ধড়কনে দো’ এবং রণবীর-দীপিকা উভয়ের সঙ্গেই ‘বাজিরাও মাস্তানি’তে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। রণবীর-দীপিকার প্রেমের শুরু যে ছবির সেটে, সেই ‘রামলীলা’ সিনেমাতেও আইটেম গানে ছিলেন ‘দেশি গার্ল’। তারকাদম্পতির সন্তানসুখের খবরে তিনিও ভালোবাসা জানিয়েছেন।

[আরও পড়ুন: ভাই-দাদারা নয়, এবার রক্ষাকর্তা দিদি আলিয়া, উত্তাল সময়ে ‘জিগরা’র ট্রেলারে নারীশক্তির জয়গান]

শনিবার বিকেলেই দীপিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে যান রণবীর সিং। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই দাবানল গতিতে ভাইরাল ভিডিও। অনুরাগীদের প্রার্থনা ছিল, ঈশ্বরের আশীর্বাদে গণেশ চতুর্থীর দিনই যেন সন্তানলাভ করেন রণবীর-দীপিকা। তবে গণেশ উৎসবের আবহে রবিবার পাওয়া গেল সুখবর। আর এদিনই দীপবীরের সংসারে এল লক্ষ্মী। তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘ডিভোর্সি মানেই হেনস্তা করার ছাড়পত্র রয়েছে নাকি?’, নিন্দুকদের একহাত নিলেন মধুমিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub