Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

অনেক কাজ হয়েছে! এবার মা হতে চাইছেন দীপিকা পাড়ুকোন, রাহাকে দেখেই সিদ্ধান্ত?

কেরিয়ারে বড় সিদ্ধান্তের কথা ফাঁস নায়িকার।

Deepika Padukone wants to become mother, starting family with Ranveer Singh

ছবি- ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 4, 2024 12:22 pm
  • Updated:January 4, 2024 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পাঁচ বছর। দুজনেই সমানতালে কাজ করে চলেছেন রণবীর-দীপিকা। বলিপাড়ার অন্যান্য তারকারা যখন সন্তান নিয়ে সুখের ঘরকন্না করছেন, তখন বিটাউনের তারকা দম্পতি যে যাঁর কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে খুব একটা একসঙ্গে তাদের দেখাও যায় না ইতি-উতি! মাসখানেক আগে রণবীর-দীপিকার (Ranveer Deepika) বিবাহ বিচ্ছেদের গুঞ্জন রটলেও, সেসব তুড়ি মেরে উড়িয়ে গত নভেম্বরে বেলজিয়ামে বিবাহবার্ষিকী পালন করে এসেছেন রণবীর-দীপিকা। এবার মা হওয়ার পরিকল্পনা ফাঁস করলেন অভিনেত্রী (Deepika Padukone)।

সম্প্রতি কাপুর পরিবারের রাজকন্যে রাহার মুখ প্রকাশ্যে এনেছেন রণবীর-আলিয়া। মিষ্টি খুদেকে দেখে গোটা বলিউড আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। অন্যদিকে, অনুষ্কা শর্মারও দ্বিতীয়বার মা হওয়ার খবর শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এখনও তাঁরা। এবার এক সাক্ষাৎকারে নিজেদের ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা জানালেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

[আরও পড়ুন: প্রথম স্ত্রীর সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণকে চুমু, মেয়ের বিয়েতে ভাইরাল আমিরের কীর্তি! হতবাক নেটপাড়া]

 

অভিনেত্রীর মন্তব্য, “আমি যখন কাকা-কাকি, পরিবারের কোনও সদস্যদের সঙ্গে দেখা করি, সকলেই বলেন যে আমি একদম আগের মতোই আছি। একটুও বদলাইনি। এটাই তো আমাদের লালনপালন, পারিবারিক শিক্ষার উদাহরণ। এই ইন্ডাস্ট্রিতে টাকা-পয়সা, যশ পাওয়া সহজ। তবে বাড়িতে কেউ আমাকে সেলেব বলে মনে করে না। সেখানে আমি কারও মেয়ে, কারও দিদি। আমি নিজেকে বদলাতে চাই না। আমার পরিবার আমাকে মাটিতে পা দিয়ে চলতে শিখিয়েছে। আমি আর রণবীরও আমাদের সন্তানকে এমন শিক্ষায় বড় করে তুলতে চাই।” এরপরই দীপিকার সংযোজন, “রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা মুখিয়ে রয়েছি নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায়।” ‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনের মুখোমুখি হয়েই অভিনেত্রী সেকথা জানান।

[আরও পড়ুন: রাত-বিরেতে হুডিতে মুখ ঢেকে কোথায় গেলেন শাহরুখ? ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement