Advertisement
Advertisement

Breaking News

দীপিকা পাড়ুকোন

নারী নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ, ক্যাব পরিষেবা চালু করছেন দীপিকা

ক্যাব সার্ভিসে চালক হিসেবে শুধুমাত্র মহিলারাই কাজ পাবেন।

Deepika Padukone to start online cab service for women safety
Published by: Sandipta Bhanja
  • Posted:December 22, 2019 4:28 pm
  • Updated:December 22, 2019 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবারই মহিলাদের নিরাপত্তা নিয়ে অভিযোগ উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ করে রাতের শহরে নারীরা নিরাপদ নয়। নিরাপত্তা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বলে মত পোষণ করেন দেশের নাগরিকদের একটা বড় অংশ। দিন কয়েক আগেই হায়দরাবাদ কাণ্ডে কেঁপে উঠেছে গোটা দেশ। নির্ভয়া কাণ্ডও দেখেছে দিল্লিবাসী। বারবারই রাতের অন্ধকারে লালসার শিকার হচ্ছেন মহিলারা। এমন পরিস্থিতিতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিলেন দীপিকা পাড়ুকোন।

নারী নিরাপত্তা সুরক্ষিত করতেই অনলাইন ক্যাব সার্ভিস চালু করছেন দীপিকা পাড়ুকোন। তবে এক ক্যাব সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে। শুধু তাই নয়, ওই ক্যাব সার্ভিসে চালক হিসেবে শুধুমাত্র মহিলারাই কাজ পাবেন বলে জানা গিয়েছে। রাত-বিরেতে যেখানেই মহিলারা গাড়ি চাইবেন, পেয়ে যাবেন। কোনও অসুবিধে হবে না। যার জন্যে অভিনেত্রী ইতিমধ্যেই ১২ কোটি টাকা ঢেলে ফেলেছেন। দীপিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহিলারা।

Advertisement

[আরও পড়ুন: ‘সান্তা’ সাংসদ, বড়দিনের আগেই পথবাসী-যৌনকর্মীদের কম্বল বিতরণ নুসরতের ]

কোন ক্যাব সংস্থার গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী? ব্লু স্মার্ট ক্যাব সার্ভিসের সঙ্গে যৌথ উদ্যোগেই দীপিকা ময়দানে নামছেন মহিলাদের নিরাপত্তা দিতে। সম্প্রতি সেই সংস্থার প্রধান পুনিত গয়ালের সঙ্গে যোগাযোগ করেন দীপিকা৷ পুনিতের হাত ধরেই নতুন করে ওই ক্যাব সার্ভিস শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী৷ ব্যবসা শুরুর আগেই পুনিত গয়ালের সংস্থায় লক্ষাধিক টাকা বিনিয়োগ করে ফেলেছেন দীপিকা পাডুকোন৷ অভিনেত্রীর সঙ্গে শলা-পরামর্শ করে সেই অনুযায়ী বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন পুনিত৷ তবে পথে গাড়ি নামানোর আগে আরও ৫০ লক্ষ টাকা দীপিকাকে দিতে হবে বলে জানিয়েছেন পুনিত৷ 

[আরও পড়ুন: ‘ভীতু-অহংকারী সরকার’, মোদিকে তোপ দেগে টুইটার হামলার শিকার অনুরাগ! ]

দীপিকা আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ছপাক’-এর প্রচারে। তার মাঝেই এমন অভিনব উদ্যোগ অভিনেত্রীর। প্রসঙ্গত, দিন কয়েক আগেই ফোর্বসের সেরা ১০ ধনী বলিউড তারকার তালিকায় স্থান পেয়েছেন দীপিকা পাড়ুকোন। স্বামী রণবীর সিংকেও পিছনে ফলে দিয়ে দীপিকা রয়েছেন চতুর্থ স্থানে। এবার মহিলা নিরাপত্তা নিয়ে দীপিকার ভাবনা মন কাড়ল অনুরাগীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement