Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

ফের আসছে ‘সিংহম’, রোহিত শেট্টির ছবিতে দাবাং পুলিশের ভূমিকায় এবার দীপিকা!

রোহিতের 'সার্কাস' ছবিতেও দেখা যাবে দীপিকাকে।

Deepika Padukone to play cop ‘Lady Singham’ in Singham Again | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 8, 2022 5:06 pm
  • Updated:December 8, 2022 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ‘সিংহম’ এন্ট্রি! নিজেকে একেবারে বদলে ফেলে দীপিকা পাড়ুকোন এবার এন্ট্রি নিতে চলেছেন ‘সিংহম’ সিরিজে। এর আগের ছবিতে স্বামী রণবীর সিং ছিলেন আর এবার রোহিত শেট্টি তাঁর অ্যাকশন প্য়াকড ছবিতে নিয়ে আসলেন দীপিকাকে। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন সিংহমে এবার অজয়ের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ছবির নাম ‘সিংহম এগেন’। তবে চমক শুধু স্টারকাস্টেই নয়। রোহিত শেট্টির নতুন সিংহমের গল্পের কেন্দ্রে থাকছে এক দাবাং লেডি অফিসার। এই অফিসারের চরিত্রেই দেখা যাবে দীপিকাকে!

সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেট্টির নতুন ছবি ‘সার্কাসে’র ট্রেলার। এই ছবিতে রণবীর সিংকে দেখা যাবে ডবল রোলে। রোহিতের এই ছবিতে একটি আইটেম নম্বরে রয়েছেন দীপিকাও।

Advertisement

[আরও পড়ুন: অপেক্ষার অবসান, এবার এপার বাংলার সিনেমা হলে মুক্তি পাবে বাংলাদেশের ‘হাওয়া’]

রোহিত শেট্টির সিনেমা মানেই আলাদা ব্রহ্মাণ্ড। এর আগে ‘গোলমাল’ সিনেমার সিরিজে তা দেখা গিয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জোড়া যমজের আলাদা পৃথিবী তৈরি করেছেন রোহিত। যাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং বরুণ শর্মা। দুই অভিনেতার পাশাপাশি রয়েছেন জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিণী কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুকেশ তিওয়ারি, মুরলী শর্মার মতো একঝাঁক অভিনেতা। দুই নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।

প্রসঙ্গত, রোহিত শেট্টির পরিচালনাতেই ‘সিম্বা’ হয়ে বড়পর্দায় সাফল্য পেয়েছেন রণবীর (Ranveer)। এবার নায়ক-পরিচালক জুটি ভরসা রেখেছেন কমেডির উপর। তাও আবার রিমেক। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘আঙ্গুর’ সিনেমার রিমেক ‘সার্কাস’। সঞ্জীব কুমার অভিনীত ক্লাসিক ছবিটি আবার ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‘দো দুনি চার’ সিনেমার আদলে তৈরি। যা কিনা বাংলার ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার হিন্দি রিমেক। অর্থাৎ লতায়পাতায় রণবীরের সিনেমাটিকে বাংলার ক্লাসিক ছায়াছবির রিমেক বলাই যায়।

২০২০ সালের নভেম্বরে ‘সার্কাস’ সিনেমার শুটিং শুরু হয়। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় কাজ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। ২০২২ সালে নভেম্বরে ছবির শুটিং শেষ হয়। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘সার্কাস’।

[আরও পড়ুন:  মমতার ভাইপো নাকি অভিনেতা? নাম বিভ্রাটে জেরবার বলিউডের অভিষেক বন্দ্যোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement