Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

রণবীরের প্রেমে পড়েও, অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা! গোপন তথ্য ফাঁস দীপিকার

রণবীর সিংয়ের সামনেই পর পুরুষের কথা খোলসা করলেন দীপিকা।

Deepika Padukone talked about his extramarital relationship on koffee with Karan| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 27, 2023 10:57 am
  • Updated:October 27, 2023 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকরা বলেন, করণ জোহরের টক শোয়ে, তেঁতো কফি পেটে পড়লে সবাই একেবারে সত্যবাদী যুধিষ্ঠীর হয়ে ওঠেন। আর তার পরই বলিউডের গুঞ্জন পাড়ায় একের পর এক নতুন কেচ্ছা। নতুন সিজনেও এর ব্যতিক্রম হল না। করণের প্রশ্নে, রণবীরের সামনেই দীপিকার মুখ থেকে বেরিয়ে পড়ল এমন কথা যা শুনে হতবাক খোদ করণ ও রণবীরও।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। ‘কফি উইথ করণে’র নতুন সিজনের প্রথম এপিসোডে স্বামী রণবীরকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানেই ব্য়ক্তিগত জীবনের এক গোপন তথ্য ফাঁস করেন দীপিকা।

Advertisement

দীপিকা জানান, ”রণবীরের সঙ্গে তখন চুটিয়ে প্রেম করছি। কিন্তু তখনও বেশ কয়েকজন পুরুষের সঙ্গে মেলামেশা করেছি। তবে আমি সেই পুরুষদের প্রেমে পড়িনি। কারণ, মনের দিক থেকে রণবীরই আমার কাছে ছিল সব। এসবই রণবীর জানে, আমার সমস্ত অতীতকে মেনে নিয়েছে। এটাই তো প্রেম!”

[আরও পড়ুন: মাটির মানুষ! স্কুটি চেপেই স্ত্রীকে নিয়ে আজিমগঞ্জে ঠাকুর দেখলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও]

করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ মানেই চমক। বলা ভালো বলিউড গসিপে যেন আরও বারুদ ঢেলে দেওয়া। হ্য়াঁ, বুধবার মধ্যরাতে শুরু হয়েছে কফি উইথ করণের নতুন সিজন। প্রথম এপিসোডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন করণ। শুধু রণবীর-দীপিকার উপস্থিতিতেই চমক নয়। প্রথম এপিসোডেই একের পর এক ব্রহ্মাস্ত্র ছাড়লেন রণবীর ও দীপিকা। সৌজন্যে করণের কফি ও তেঁতো প্রশ্ন!

এরই মাঝে করণ জোহর জানিয়ে দিলেন খুব শীঘ্রই তিনি রাজ কাপুরের সঙ্গম ছবির রিমেক করতে চলেছেন। তবে চমক এখানে নয়। বরং করণ জানিয়েছেন এই ছবিতে অভিনয় করবেন রণবীর সিং, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এমনিতেই দীপিকা ও রণবীর কাপুরের প্রেমপর্ব জবরদস্ত হিট বলিপাড়ায়। তার পর রণবীর সিংয়ের এন্ট্রি। এই তিনজনকে নিয়ে, ত্রিকোণ প্রেমের গল্প বলতে চান করণ। আর এই জন্য করণ বেছে নিলেন রাজ কাপুরের সঙ্গমকে।

[আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ের ৫ বছর পর ফাঁস রাজকীয় বিয়ের ভিডিও, নেপথ্যে করণ জোহর, দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement