Advertisement
Advertisement
Ranveer Singh Deepika Padukone

রণবীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন না দীপিকা! তাহলে কী সম্পর্কে তিক্ততা? বলিউডে জোর জল্পনা

নিন্দুকরা বলছেন, দীপিকা আর রণবীরের সংসারে নাকি অশান্তি!

Deepika Padukone skips birthday post for husband Ranveer Singh | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 7, 2023 9:16 am
  • Updated:July 7, 2023 9:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। আলিয়া ভাট থেকে শুরু করে সারা আলি খান, গোটা বলিউড রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিল। কিন্তু এত শুভেচ্ছার মাঝে নজরে পড়ল না দীপিকার শুভেচ্ছা। তাহলে কি কাজের ব্যস্ততার মাঝে দীপিকা, রণবীরের জন্মদিনটাই ভুলে গেলেন! নাকি দুজনের সম্পর্কে তিক্ততা বাড়ল? এমনই জল্পনা বলিউডে।

দুজনের সম্পর্ক নিয়ে এমন জল্পনা প্রথম নয়। এর আগেও বহুবার প্রকাশ্য়ে এসেছে দীপিকা ও রণবীরের ভাঙনের খবর। তবে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ দুজনে। অনেকে মনে করছেন, সোশ্যাল মিডিয়ায় দীপিকার এহেন আচরণ সম্পর্কের ভাঙনের গুঞ্জনকে উসকে দেয়।

Advertisement

[আরও পড়ুন: ‘নবনীতাকে সিঁদুর পরানোর সময়ে হাত কাঁপছিল…’! জিতুর পুরনো ভিডিও নিয়ে শোরগোল]

সম্প্রতি দীপিকা ও রণবীরকে দেখা গিয়ে ছিল এক ফিল্মি পার্টিতে। সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা রণবীর সিং এবং বাবা প্রকাশ পাড়ুকোন। কালো শাড়িতে উজ্জ্বল হয়ে উঠেছিল দীপিকার রূপ। তবে এখানেই বাঁধে গণ্ডগোল। এই ফিল্মি পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে বলিউডে গুঞ্জন শুরু। নিন্দুকরা বলছেন, দীপিকা আর রণবীরের সংসারে নাকি অশান্তি!

কী রয়েছে এই ভাইরাল ভিডিওতে?

ভিডিওতে দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে রণবীরের পাশে হাঁটছেন দীপিকা। সঙ্গে রয়েছেন তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনও। ঠিক এই সময়ই দীপিকার হাত ধরতে চাইলেন রণবীর। কিন্তু দীপিকা রণবীরকে হাত ধরতে দিলেন না। বরং সরিয়ে দিলেন। এই ভিডিও দেখেই অনেকে মনে করছেন দীপিকা ও রণবীরের মধ্যে দূরত্ব বেড়েছে। সম্প্রতি দীপিকা ও রণবীরকে দেখা গিয়ে ছিল এক ফিল্মি পার্টিতে।

[আরও পড়ুন: ‘পুরুষ মাস্টারমশাইরা একযোগে আমাকে কোণঠাসা করেন’, বিস্ফোরক গায়িকা সাহানা বাজপেয়ী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement