Advertisement
Advertisement

Breaking News

Ranveer Deepika

‘মন ভরে গেল’, মেয়ে দুয়ার প্রথম ক্রিসমাস কেমন কাটল? ঝলক দেখালেন রণবীর-দীপিকা

দুয়ার প্রথম ক্রিসমাসে কেমন আয়োজন মা দীপিকার?

Deepika Padukone Shares Glimpse Of Daughter Dua’s First Christmas
Published by: Sandipta Bhanja
  • Posted:December 26, 2024 10:25 am
  • Updated:December 26, 2024 10:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে পাপারাজ্জিদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন রণবীর-দীপিকা। তবে শর্ত একটাই, মেয়ের মুখ আপাতত আড়াল রাখতে হবে। মেয়ের মুখ দেখাননি। এক্ষেত্রে অবশ্য রণবীর-আলিয়ার পথেই হেঁটেছেন তাঁরা। তবে মেয়ের প্রথম ক্রিসমাসে আয়োজনের কোনও খামতি রাখেননি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কেমন ছিল সেই আয়োজনের কলেবর? বড়দিনের গভীর রাতে ঝলক দেখালেন ‘বলিউড মস্তানি’।

৮ সেপ্টেম্বর গণপতি উৎসবের আবহেই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সেই একরত্তিই বর্তমানে তাঁদের সংসারের আলো। সিনেমা থেকে মাতৃত্বকালীন বিরতি নিয়ে মেয়েকে একা হাতেই সামলাচ্ছেন দীপিকা। দিওয়ালির শুভক্ষণে মেয়ের নাম প্রকাশ্যে আনেন বলিউডের তারকাদম্পতি। দুয়া পাড়ুকোন সিং (Dua Padukone Singh)। যার জেরে বিতর্কেও পড়তে হয়েছিল তাঁদের। হিন্দু হয়ে কেন উর্দুভাষী নাম রেখেছেন? প্রশ্ন তুলে নেটপাড়ার একাংশ রণবীর-দীপিকাকে কটাক্ষ করতে পিছপা হননি। নিন্দুক, সমালোচকদের কথায় কান না দিয়ে রণবীর-দীপিকা অবশ্য বর্তমানে চুটিয়ে ‘প্যারেন্টহুড’ উপভোগ করছেন। এবার বড়দিনে উদযাপনের ছবি দেখালেন তারকাদম্পতি।

Advertisement

দীপিকার শেয়ার করা ছবিতে দেখা গেল, পেল্লাই সাইজের ক্রিসমাস ট্রি সাজানো রকমারি ঝকমারি জিনিস দিয়ে। আর তাতেই তিনটে আলোয় জ্বলজ্বল করছে মা-বাবা এবং সন্তানের নাম। একেবারে উপরে লেখা রণবীরের নাম, তার পর দীপিকা পাড়ুকোন এবং একেবারে শেষেরটিতে লেখা বেবি দুয়ার নাম। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী কতিপয় শব্দেই উচ্ছ্বাসপ্রকাশ করে ক্যাপশনে লিখেছেন- ‘আমার মন ভরে উঠেছে।’ দীপিকার শেয়ার ছবি দেখে অনুরাগীরাও একরত্তিকে প্রথম বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে। কেউ লিখেছেন- ‘এই তো অবশেষে একটা পোস্ট এল।’ আবার কারও বাহবা, ‘আপনারা যেভাবে সোশাল মিডিয়ায় ঢাক না পিটিয়ে পারিবারিক মুহূর্ত ব্যক্তিগত রেখেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

সম্প্রতি মুম্বইয়ের ফটোশিকারিদের আমন্ত্রণ জানিয়ে মেয়ের মুখ দেখিয়েছিলেন রণবীর-দীপিকা। তবে সেই অনুষ্ঠানেও তাঁদের বিয়ের মতোই মোবাইল বা ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ ছিল। এক পাপারাজ্জির কথায়, “রণবীর-দীপিকা নিজেরাই নিজেদের মোবাইলে আমাদের সকলের সঙ্গে ছবি তুলেছেন। বেবি দুয়া তখন ঘুমোচ্ছিল। তাই কেউ জোরে কথাও বলিনি আমরা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement