Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

‘কে বলল আমরা আলাদা হতে চাই!’, রণবীরের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অকপট দীপিকা

আর কী বললেন অভিনেত্রী?

Deepika Padukone rubbishes divorce rumours | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 13, 2022 12:30 pm
  • Updated:October 13, 2022 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর সিংয়ের সঙ্গে নাকি বিচ্ছেদ হতে চলেছে দীপিকা পাড়ুকোনের। তাঁদের সংসারে নাকি তুমুল অশান্তি। কয়েক মাস ধরেই বলিউডে দীপিকা ও রণবীরের সম্পর্ক নিয়ে তুমুল গুঞ্জন। মুম্বইয়ের এক সাংবাদিক তো দীপিকা ও রণবীরের ডিভোর্সের খবর জানিয়ে টুইটও করে ফেলেন। প্রথমে এই গুঞ্জন নিয়ে চুপই ছিলেন এই তারকা দম্পতি। তবে গুঞ্জনের জল বেশি দূর গড়াতে প্রথমে মুখ খুলেছিলেন রণবীর (Ranbir Singh)। সোশ্যাল মিডিয়ায় দীপিকার প্রতি ভালবাসা উজাড় করে রণবীর বুঝিয়ে দিয়েছিলেন, তাঁদের সম্পর্কে একেবারেই তিক্ততা নেই। আর এবার সেই গুঞ্জনে ইতি টানতে মাঠে নামলেন দীপিকা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে দীপিকা (Deepika Padukone) জানালেন, ”রণবীর একটা অনুষ্ঠানের জন্য দেশের বাইরে গিয়েছিল। বাড়ি ফিরতেই আমাকে জড়িয়ে ধরে বলল, কতদিন দেখিনি তোমায়। আমাদের এই প্রেম রোজ বাড়ছে। কে বলেছে আমরা আলাদা হতে চাই!”

Advertisement

[আরও পড়ুন: ছবি হিট করাতে নতুন চ্যালেঞ্জ জাহ্নবীর, ‘মিলি’র টিজারে চমকে দিলেন শ্রীদেবীকন্যা]

দীপিকার ভালবাসাতেই রয়েছেন রণবীর সিং। তাঁদের সম্পর্কে নেই কোনও তিক্ততা। রণবীরের কাছে দীপিকা হলেন রানি! হ্যাঁ, সম্পর্ক ভাঙনের সব গুঞ্জনকে ফুৎকারে উড়িয়ে দিলেন রণবীর সিং। স্পষ্টই জানিয়ে দিলেন, তাঁর জীবনের রানিই হলেন দীপিকা (Deepika Padukone)।

কার্টিয়ার-এর ‘নতুন রাষ্ট্রদূত’ হিসাবে ঘোষণা হওয়ার পর, ওই ব্র্যান্ডের একটি হিরের নেকলেস পরা দীপিকা পাড়ুকোন ছবি শেয়ার করা হয়েছে ব্র্যান্ডের সামাজিক মাধ্যমের দেওয়ালে। কালো এবং সাদা ছবি ওই ছবিতে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন নায়িকা। বলি ডিভার স্ত্রীর এই ছবি থেকে চোখ সরাতে পারেননি রণবীর। টুইটারের পাতায় ওই ছবি টুইট করে লেখেন, ‘আমার রানি। আমাদের গর্বিত করেছ।’

তা হঠাৎ এমনটা রটে গেল কেন?

গুঞ্জন শুরু হয়েছে মুম্বইয়ের এক ট্যাবলয়েডের বিনোদন সাংবাদিকের টুইট থেকেই। তিনিই হঠাৎ টুইট করে লেখেন, দীপিকা ও রণবীরের সম্পর্ক ভাঙার কথা। এমনকী, এই সাংবাদিক তাঁর টুইটে লেখেন, সংসারে অশান্তির কারণেই নাকি মানসিক অবসাদ এতটাই বেড়েছে দীপিকার যে তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

এই টুইট ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। রণবীর (Ranvir Singh) ও দীপিকার (Deepika Padukone) অনুরাগীরা খবরটা দেখে তো আঁতকে উঠেছেন। তবে নেটিজেনরা মনে করছেন, এই টুইট একেবারেই ভুয়ো। জোর করে গুঞ্জন তৈরি করার চেষ্টা। অনেকে আবার এই সাংবাদিককে একহাত নিয়েছেন, এই ধরনের খবর তৈরি করার জন্য। দীপিকা ও রণবীর ঘনিষ্ঠদের মতে, এই তারকা দম্পতি রয়েছে বহাল তবিয়তে। তাঁদের সম্পর্কে কিছুই হয়নি।

প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ সিরিজের পরবর্তী ছবিতে দেব ও অমৃতার ভূমিকায় কাদের দেখা যাবে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই এই দুই চরিত্রে রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) কল্পনা করছেন। এক অনুরাগী তো দেব-অমৃতা হিসেবে দুই তারকার ছবিও তৈরি করে ফেলেছেন। আর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

[আরও পড়ুন: ধাওয়ানের প্রেমে হুমা! তুলাকালাম কাণ্ড বাঁধালেন সোনাক্ষী, দেখুন ‘Double XL’ ছবির ট্রেলার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement