Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone Ranveer Singh

‘ডন ৩’র টিজারে রণবীর সিংকে দেখে তুমুল কটাক্ষ নেটপাড়ায়! স্ত্রী দীপিকার কী প্রতিক্রিয়া?

শাহরুখ-অমিতাভের 'ডন'-এর জুতোয় পা গলিয়ে তুমুল ট্রোলড রণবীর সিং।

Deepika Padukone react to husband Ranveer Singh’s Don 3 first look | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 10, 2023 1:25 pm
  • Updated:August 10, 2023 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে ‘ডন ৩’র টিজার। আর পয়লা ঝলকেই ‘ডন’ হিসেবে দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ রণবীর সিং! ধেয়ে আসছে একের পর এক কটাক্ষবাণ! কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্থ তাঁরা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ, ‘ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে।’

‘ডন ৩’র টিজার নিয়ে যখন নেটদুনিয়ায় তুমুল ট্রোলড হতে হচ্ছে রণবীর সিংকে, তখন স্ত্রী দীপিকা পাড়ুকোন কী বলছেন? প্রসঙ্গত, মাসখানেক ধরেই বলিউডের তারকাদম্পতির বিচ্ছেদের গুঞ্জন রটেছে, নিন্দুকদের ভুল ভাঙতে এখন মাঝেমধ্যেই একসঙ্গে আদুরে ছবি-ভিডিও পোস্ট করছেন রণবীর-দীপিকা। অতঃপর ‘ডন ৩’র টিজার নিয়ে যখন নেটপাড়ায় সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে রণবীর সিংকে, তখন এপ্রসঙ্গে দীপিকার কী প্রতিক্রিয়া? তা জানতে যে কৌতূহল তুঙ্গে থাকবে, তা বাহুল্য।

Advertisement

দিন কয়েক আগেই ‘রকি অউর রানি’ সিনেমায় স্বামীর পারফরম্যান্স দেখে মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন দীপিকা পাড়ুকোন। এবার ‘ডন ৩’র টিজার দেখেও তার অন্যথা হয়নি। ইনস্টা স্টোরিতে ডন-এর ঝলক শেয়ার করে অভিনেত্রী ‘Boom’ স্টিকার পোস্ট করেছেন। ট্যাগে দেখা গেল পরিচালক ফারহান আখতার, রণবীর সিংয়ের নাম। তার সঙ্গে স্বামীর পোস্টেও লাইক করে ভালবাসা জানিয়েছেন দীপিকা।

[আরও পড়ুন: ছবি মুক্তির আগে হিমালয়ে রজনীকান্ত! থালাইভার ‘জেলার’ দেখতে জাপান থেকে চেন্নাইয়ে দম্পতি]

প্রসঙ্গত, মঙ্গলবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) জানিয়ে দেন, শাহরুখ খানকে (Shah Rukh Khan) আর ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে না। ‘ডন ৩’ (Don 3) সিনেমায় রণবীর সিংয়ের হাত ধরে নয়া যুগের সূচনা ঘটতে চলেছে। ফারহানের এহেন ঘোষণায় খুব একটা খুশি হননি কিং খানের ভক্তরা। নেটপাড়ায় সমালোচনার অন্তও নেই। এবার স্বামী রণবীরের চিয়ারলিডার হলেন স্ত্রী দীপিকা পাড়ুকোন। ২০২৫ সালে মুক্তি পাচ্ছে ‘ডন ৩’।

[আরও পড়ুন: নেটপাড়ায় মেয়েদের ছবিতে অশ্লীল মন্তব্য! জাতীয় মহিলা কমিশনে ‘কাপুরুষদের’ বিরুদ্ধে সরব স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement