সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত বাহিনী কি এবার পারবে ২০০৩ সালের বদলা নিয়ে অজিবধ করতে? রবিবাসরীয় দুপুরে গোটা দেশের চোখ ‘বদলার ম্যাচের’ দিকে। আমজনতা থেকে সেলেবদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! সেই আবহেই আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ( India vs Australia World Cup final) দেখতে পৌঁছে গিয়েছেন রণবীর-দীপিকা (Deepika Padukone, Ranveer Singh)।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস তৈরির মাহেন্দ্রক্ষণে ভারত। সাক্ষী থাকতে বাবা প্রকাশ পাড়ুকোনকে নিয়ে হাজির দীপিকা। রোহিত বাহিনীর জন্য জামাই-শ্বশুরকে গলা ফাটাতে দেখা গেল গ্যালারিতে। রবিবার সাত সকালেই মুম্বই থেকে আহমেদাবাদ উড়ে গিয়েছেন অনিল কাপুর, ডগ্গুবতী ভেঙ্কটেশরা।
View this post on Instagram
মুম্বইয়ের কালিনা বিমানবন্দর থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল DP লেখা নীল জার্সিতে দীপিকা পাড়ুকোনকে। তিরঙ্গা পোশাকে সেজেছেন রণবীর সিং। প্রসঙ্গত, আবারও বিশ্বকাপ ফাইনালে সম্মুখ সমরে ভারত বনাম অস্ট্রেলিয়া। এযাবৎকাল মোট ১৩টি ম্য়াচের ৫টিতে অস্ট্রেলিয়াকে পরাস্ত করছে ভারত। আর ৮বার জিতেছে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ নিয়ে উত্তেজনার অন্ত নেই সাধারণ মানুষ থেকে সেলেবদের মধ্যে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.