Advertisement
Advertisement

Breaking News

Ranveer Deepika

‘নিপাত যাক বিচ্ছেদ রটনা!’, ‘ডন’ বিতর্কের পর দীপিকাকে নিয়ে কেনিয়ায় রণবীর

ভক্তদের সঙ্গে ভাইরাল তারকাদম্পতির ছবি।

Deepika Padukone, Ranveer Singh holidaying in Kenya, fan virals pic | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 30, 2023 4:05 pm
  • Updated:August 30, 2023 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর সিংয়ের ‘ডন’ হওয়ার খবরে যখন নেটপাড়ায় কটাক্ষ-সমালোচনার অন্ত নেই, তখন সেসব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে কেনিয়ায় ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন অভিনেতা। তারকাদম্পতি তাঁদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ‘টু’ শব্দটি না করলেও ভক্তরাই ভাইরাল করে দিলেন রণবীর-দীপিকার কেনিয়া ট্যুরের প্রমাণ।

প্রসঙ্গত, দুই তারকার হাতেই বর্তমানে একের পর এক প্রজেক্ট। শোনা যাচ্ছে, ফারহান আখতারের নতুন ডন ফ্র্যাঞ্চাইজিতে ‘রোমা’র মতো কাল্ট চরিত্রে নাকি দীপিকা পাড়ুকোনের কথা ভাবা হয়েছে। সেই গুঞ্জন সত্যি হলে এই নিয়ে পঞ্চমবার জুটি বাঁধবেন বলিউডে তারকাদম্পতি। অনেকের ধারণা, রণবীরের ‘ডন ৩’ হিট করাতে নাকি দীপিকাই তুরুপের তাস। তাছাড়া রণবীর-ঘরণিকে যে রোমার চরিত্রে বেশ মানাবে, তা আন্দাজ করাই যায়। তারকাদম্পতির নতুন সিনেমা নিয়ে যখন জল্পনা-কল্পনার অন্ত নেই, তখন ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে কেনিয়ায় ছুটি কাটাতে গিয়েছেন রণবীর-দীপিকা।

Advertisement

ভাইরাল হওয়া ছবিতে কেনিয়ার ভক্তদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গেল রণবীর-দীপিকাকে। আপাদমস্তক কালো পোশাকে অভিনেত্রী। অন্যদিকে জলপাই রঙের হুডি-জ্যাকেট আর বিনি ক্যাপ পরনে রণবীরকে নিজেই সেলফি তুলতে দেখা গেল।

[আরও পড়ুন: পর্দার ভাই ‘পুলু’কে রাখির শুভেচ্ছা অনুসূয়ার, ‘দিদি’কে পালটা ভালবাসা ভিক্টরের]

উল্লেখ্য, এদিকে মাসখানেক ধরেই বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টিগুলিতে ব়্যোমান্টিক স্বামী-স্ত্রীর অনুপস্থিতি নজর কেড়েছে অনেকের। জন্মদিনে ফলাও করে শুভেচ্ছা না জানানো কিংবা একসঙ্গে গদগদ চিত্তে পাপ্পারাজিদের ক্যামেরার সামনে গড়হাজির হওয়া থেকেই বিচ্ছেদের গুঞ্জনের সূত্রপাত। তবে সেই বিবাহ বিচ্ছেদের রটনায় ইতি টেনে দিন কয়েক আগেই হাতে হাত দিয়ে ‘রকি রানি’ দেখতে গিয়েছিলেন রণবীর-দীপিকা। এবার কেনিয়া ট্যুরেও একসঙ্গে দেখা গেল তারকাদম্পতিকে। আর সেই ছবি ভাইরাল করেই ভক্তদের মন্তব্য, ‘নিপাত যাক বিচ্ছেদ রটনা!’

[আরও পড়ুন: বান্টি সচদেবকে ছেড়ে ফের নতুন পুরুষের প্রেমে রিয়া চক্রবর্তী! বলিউডে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement