Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

অস্কারের পর ফের আন্তর্জাতিক মঞ্চে দীপিকা, এবার কোথায় দেখা যাবে নায়িকাকে?

অভিনেত্রী নিজেই জানিয়েছেন সুখবর।

Deepika Padukone On The List Of Presenters BAFTA Awards 2024 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 13, 2024 7:22 pm
  • Updated:February 13, 2024 7:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৫তম অস্কারের মঞ্চে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছিলেন। হয়েছিলেন উপস্থাপক। এবার আরেক আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপক হিসেবে দেখা যাবে বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই জানিয়েছেন খুশির এই খবর।

Deepika Padukone

Advertisement

কোন মঞ্চে দেখা যাবে অভিনেত্রীকে? ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অর্থাৎ বাফটা অ্যাওয়ার্ডসে। এবার এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের ৭৭তম বছর। আর সেখানেই কেট ব্লাঙ্কেট, ডেইসি এডগার, ডেভিড বেকহাম, ডুয়া লিপা, ইদ্রিস এলবা, লিলি কলিনসদের মতো তারকার পাশাপাশি উপস্থাপক হিসেবে দীপিকাকে দেখা যাবে। খবরটি শেয়ার করে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

Deepika-Story-1

[আরও পড়ুন: ‘খাদান’ ছবিতে অভিনয়ের জন্য বিশেষ শর্ত যিশুর, দেব কি রাজি হলেন? ]

আগামী ১৮ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ৭৭তম বাফটা অ্যাওয়ার্ডস হবে। ভারতে তা দেখা যাবে ১৯ ফেব্রুয়ারি। এ বছর সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। তার পরই রয়েছে ইরগোস লানথিমোসের ‘পুওর থিংস’ ও গ্রেটা গারউইগের ‘বার্বি’। তবে ভারতীয়দের কাছে সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই দীপিকা পাড়ুকোন।

Deepika Padukone

নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে ‘ফাইটার’। ছবিতে বায়ুসেনার স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। আগামীতে অভিনেত্রীকে দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে দেখা যাবে ‘কল্কি 2898 AD’ সিনেমায়। তার পরই আবার রয়েছে ‘সিংহম এগেইন’।

[আরও পড়ুন: মোদির গুণকীর্তন করা নাটক পাঠিয়ে মঞ্চস্থ করার নির্দেশ! সুজন কী বলছেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement