Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

দীপিকার পিঠে পোড়া দাগ! হঠাৎ কী হল হবু মায়ের?

দীপিকার ছবি ভাইরাল।

Deepika Padukone new photo on instagram Goes viral
Published by: Akash Misra
  • Posted:April 13, 2024 9:15 am
  • Updated:June 11, 2024 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক দিন ধরেই কাজ থেকে বিরতি নিয়েছেন দীপিকা। কারণ, দীপিকার এখন ধ্যান, জ্ঞান, মন সবই গর্ভে বড় হওয়া সন্তানকে ঘিরে। তাই তো দীপিকা এখন সব ভুলে মাতৃত্ব উপভোগ করছেন। কিন্তু এরই মাঝে দীপিকার গায়ে পোড়া দাগ! হঠাৎ কী হল রণবীর ঘরনির?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। দীপিকা সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, গোটা পিঠ রোদে পুড়ে একেবারে কালচে হয়ে গিয়েছে। আসলে, রণবীরকে সঙ্গে নিয়ে দীপিকা এখন বেবিমুনে ব্যস্ত। সৈকতের তীরে যে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন রণবীর ও দীপিকা। তা স্পষ্ট এই পোস্টেই।

Advertisement

[আরও পড়ুন: বর কোথায়? বিয়ের পর একা তাপসীকে দেখেই প্রশ্ন পাপারাজ্জির, লাজুক উত্তর নায়িকার]

বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। ফেব্রুয়ারির শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বর মাসে আসছে তাঁদের সন্তান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। তবে এখন বিশ্রামেই রয়েছেন নায়িকা। অভিনেত্রীর ‘কাল্কি ২৯৮৯ এডি’ রিলিজের অপেক্ষায়। অন্যদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ শুটিং শুরুর অপেক্ষায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

সূত্রের খবর, মুম্বইয়ে সন্তানের জন্ম দেবেন না বলিউড ‘মস্তানি’। তাহলে কি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির মতো দীপবীরও বিদেশে পাড়ি দিচ্ছেন? না, তেমনটা নয়। জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা দীপিকা মুম্বই ছেড়ে বেঙ্গালুরু যাচ্ছেন। সেখানে মা-বাবার কাছেই থাকবেন এই সময়টা। আর বেঙ্গালুরুতেই ভূমিষ্ঠ হবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তান।

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। এর পর কেরিয়ারেই মন দেন দুই তারকা।

[আরও পড়ুন: দেখা যাক অন্তর্বাস, পঞ্চাশ পেরিয়ে বেপরোয়া পরমা শেয়ার করলেন ‘বোল্ড’ ছবি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement