Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor Alia Bhatt Wedding

আলিয়াকে বিয়ের শুভেচ্ছা দীপিকা ও ক্যাটরিনার, জানেন কী লিখলেন রণবীরের প্রাক্তন প্রেমিকারা?

এগারো জন মেয়ের সঙ্গে প্রেম করার পর শেষমেশ আলিয়াকে বিয়ে করলেন রণবীর।

Deepika Padukone, Katrina Kaif send heartfelt wishes to Ranbir Kapoor, Alia Bhatt | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 15, 2022 9:40 am
  • Updated:April 15, 2022 11:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম না থাকলেও, রণবীরের বন্ধুত্ব রয়ে গিয়েছে দীপিকা (Deepika Padukone) ও ক্যাটরিনার (Katrina Kaif) সঙ্গে। তবে সম্পর্কে ভাঙনের পর ক্যাটরিনাকে, রণবীরের পাশে দেখা না গেলেও, দীপিকা কিন্তু স্বামী রণবীর সিংকে সঙ্গে নিয়ে আলিয়া ও রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে আড্ডা মারেন, ঘুরতেও যান। হ্যাঁ, রণবীরের সঙ্গে ক্যাটরিনা ও দীপিকার সম্পর্কের এমনই রসায়ন।

বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। দুপুর ৩ টে নাদাগ বিয়ে সম্পন্ন হয় তাঁদের। সন্ধে সাড়ে ৭ টা নাগাদ জনসমক্ষে আসেন রণবীর ও আলিয়া। সাদা ও ধূসর রঙের পোশাকে সেজে ছিলেন রণবীর (Ranbir Kapoor) ও আলিয়া (Alia Bhatt)। বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়। ছবি সোশ্যাল মিডিয়ায় আলিয়া ও রণবীরের ছবি শেয়ার হতেই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা। সবার নজর অবশ্য ছিল রণবীরের প্রাক্তন দুই প্রেমিকা দীপিকা ও ক্যাটরিনা এই বিয়েতে শুভেচ্ছা জানাচ্ছেন কিনা। তবে সব জল্পনায় ইতি দিয়ে দীপিকা ও ক্যাট দুজনেই ইনস্টাগ্রামে নবদম্পতিকে ভালবাসায় ভরিয়ে দিলেন।

Advertisement

দীপিকা ও ক্যাটরিনা দু’জনেই লিখলেন, ‘আগামী জীবনের জন্য অনেক ভালবাসা ও আনন্দ পাঠালাম।’

[আরও পড়ুন:সবার সামনেই আলিয়াকে কোলে তুলে একছুটে ঘরে! বিয়ের দিন ভাইরাল রণবীরের কীর্তি]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

দীপিকা ও রণবীরের প্রেম বলিউডে একসময় ঝড় তুলেছিল। তাঁদের অনস্ক্রিন ও অফস্ক্রিন রসায়ন নজর কেড়েছিল সবার। কিন্তু হঠাৎই সেই প্রেমে নজর লাগে। দীপিকাকে ছেড়ে ক্যাটরিনাকে মন দেন রণবীর। কিন্তু সেই সম্পর্কও টেকে না। তারপরই রণবীরের জীবনে আসেন আলিয়া। আর এবার আলিয়া ও রণবীরের জীবনের নতুন অধ্যায় শুরু। এমনকী, চলতি বছরেই মুক্তি পাবে এই জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ইতিমধ্যেই এই ছবির একটি গান মন কেড়ে নিয়েছে অনুরাগীদের।

[আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসছেন রানু মণ্ডল? ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement