Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

নতুন ভিডিওয় ‘অন্তঃসত্ত্বা’ দীপিকার বেবি বাম্প দেখে উচ্ছ্বাস ভক্তদের, জল্পনায় সিলমোহর?

নতুন ভিডিওয় দীপিকার বেবি বাম্প খুঁজে পেল ভক্তরা।

Deepika Padukone Fans Spot Her Baby Bump In Latest Video | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:February 24, 2024 12:53 pm
  • Updated:February 24, 2024 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে জোর গুঞ্জন, মা হতে চলছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি বাফটা অ্যাওয়ার্ডের লুক থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছে। শাড়ি পরে যে ছবি-ভিডিও শেয়ার করেছিলেন বলিউডের মস্তানি, সেসব দেখেই জল্পনা তুঙ্গে। এমনকী, বলিউডের অন্দরেও কানাঘুষো শোনা যাচ্ছে, রণবীর-দীপিকার সংসারে প্রথম সন্তান আসতে চলেছে। তারকাদম্পতি যদিও মুখে কুলুপ এঁটেছেন, তবে সপ্তাহান্তে দীপিকার পোস্ট করা ভিডিও আবারও তাঁর মা হওয়ার জল্পনা উসকে দিয়েছে।

সম্প্রতি নিজেই মা হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন এক সাক্ষাৎকারে। “রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা মুখিয়ে রয়েছি নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায়।” ‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনের মুখোমুখি হয়েই অভিনেত্রী সেকথা জানান তিনি। সেই ইচ্ছেই সম্ভবত এবার পূরণ হতে চলেছে অভিনেত্রীর। দ্য উইক-এর খবর অনুসারে, দুই মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থামিয়ে রাখেননি। আজ মুম্বই তো কাল বিদেশ ছুটছেন। এবার অভিনেত্রীর পোস্ট করা রিল ভিডিওতে বেবি বাম্প খুঁজে পেল ভক্তরা। শ্যাম্পেইন রঙের সিক্যুইন শাড়ির আঁচলে পেট ঢেকে রেখেছেন দীপিকা। পেট আড়ালে রেখেই ছবিগুলো তুলেছেন। আর সেটা দেখেই নেটপাড়ায় নানা মুনির নানা মত!

Advertisement

কেউ বলছেন, ‘কেউ কি বেবি বাম্পটা দেখতে পেলে?’ আবার কারও মন্তব্য, ‘উফ দীপিকা তুমি কি সত্যিই অন্তঃসত্ত্বা? দয়া করে জানাও আমাদের।’ কেউ বা বলছেন, ‘শুধু পিছন দিক থেকেই ছবিগুলো তোলা। দীপিকা তো নানা অ্যাঙ্গেলে ছবি তোলে সাধারণত, তাহলে এবার কেন ব্যতিক্রম? তার মানে সত্যিই অন্তঃসত্ত্বা।’ কেউ বা আবার বললেন, ‘বড় ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছি।’

[আরও পড়ুন: মোদির প্রচারেও বক্স অফিসে লক্ষ্মীলাভ অধরা! পয়লা দিনে ‘আর্টিকল ৩৭০’-এর আয় কত?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পাঁচ বছর। দুজনেই সমানতালে কাজ করে চলেছেন রণবীর-দীপিকা। বলিপাড়ার অন্যান্য তারকারা যখন সন্তান নিয়ে সুখের ঘরকন্না করছেন, তখন বিটাউনের তারকা দম্পতি যে যাঁর কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে খুব একটা একসঙ্গে তাদের দেখাও যায় না ইতি-উতি! মাসখানেক আগে রণবীর-দীপিকার (Ranveer Deepika) বিবাহ বিচ্ছেদের গুঞ্জন রটলেও, সেসব তুড়ি মেরে উড়িয়ে গত নভেম্বরে বেলজিয়ামে বিবাহবার্ষিকী পালন করে এসেছেন রণবীর-দীপিকা। আর এবার দীপিকার মা হওয়ার জল্পনা তুঙ্গে! নতুন ভিডিওতে বেবি বাম্প খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘আলিয়া ভাট বললেই পড়তে বসব’, বোর্ড পরীক্ষার আগে আজব বায়না ছাত্রর, কী করলেন নায়িকা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement