Advertisement
Advertisement

Breaking News

দীপিকা পাড়ুকোন

দিল্লিতে খুল্লামখুল্লা বিক্রি হচ্ছে অ্যাসিড, স্টিং অপারেশনে নেমে চমকে গেলেন দীপিকা

রেজাল্ট দেখে চমকে যাবেন আপনিও! দেখুন ভিডিও।

Deepika Padukone conducted sting operation to find acid selling process
Published by: Sandipta Bhanja
  • Posted:January 15, 2020 8:54 pm
  • Updated:January 15, 2020 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কত সহজে বিক্রি হচ্ছে অ্যাসিড? আর কারাই বা বিক্রি করছেন? খোঁজ নিতে রাজধানীর রাস্তায় স্টিং অপারেশনে নামলেন খোদ দীপিকা পাড়ুকোন। চমকে গেলেন ফলাফল দেখে! একদিন অভিযানেই নেমেই ২৪ বোতল অ্যাসিড জোগাড় করে ফেললেন অভিনেত্রী। যেগুলো কিনতে কোনওরকম কসরত করতে হয়নি কিংবা বৈধ কাগজপত্রও দেখাতে হয়নি দীপিকার টিমকে। এবার ভাবুন অ্যাসিড এতটা সহজলভ্য হলে কতটা সাংঘাতিক হতে পারে সমাজের জন্য।

“কী ভালই না হত, যদি বাজারে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ হত, তাহলে হয়তো শয়ে শয়ে মেয়েকে এভাবে পুড়তেও হত না”, ‘ছপাক’-এ পরিচালক মেঘনা গুলজার মুখ্য চরিত্র মালতির মুখ দিয়ে এই সংলাপ বলিয়ে নিয়ে হাজার হাজার অ্যাসিড আক্রান্ত যোদ্ধার আর্তি তুলে ধরেছেন। দীপিকার অভিযানও ছিল এইজন্যই। রাজধানীর রাস্তায় স্টিং অপারেশনে নেমেছিলেন স্বয়ং অভিনেত্রী। খানিক অভিনবভাবেই। স্থানীয় কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে দিল্লির বিভিন্ন জায়গার দোকানে পাঠিয়ে খোঁজ নিলেন যে, সংশ্লিষ্ট এলাকায় অ্যাসিড কীভাবে এবং কতটা বিক্রি হয়? বিক্রির আগে অ্যাসিড বিক্রেতারা কোনওরকম যথাযথ কাগজ দেখতে চান কি না? পরিকল্পনামাফিক করলেনও তাই। নিজে গাড়িতে বসে ক্যামেরার উপর চোখ রাখলেন। মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে শুনলেন ক্রেতা এবং দোকানির কথা। স্টিং অপারেশনে নেমেই একপ্রকার চমকে গেলেন দীপিকা। বিকিকিনির কথোপকথন শুনে, দিল্লিতে কত সহজেই অ্যাসিড পাওয়া যায়, এসব যাবতীয় বিষয় দেখে তো দীপিকার অবাক হয়ে যাওয়ার জোগাড়!

Advertisement

[আরও পড়ুন: ফের শিবু-নন্দিতার ফ্রেমে ছকভাঙা গল্প, আসছে ‘অন্ত্যেষ্টি ডট কম’ ]

সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’। JNU গিয়ে আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জেরে তাঁকে এবং তাঁর ছবিকে পড়তে হয়েছে গেরুয়া রোষানলে। একইদিনে মুক্তি পাওয়া ‘তানহাজি’ ১০০ কোটির ক্লাবে পৌঁছলেও অর্ধশতের বেঞ্চমার্চ তৈরি করতে হিমশিম খেতে হচ্ছে মেঘনা গুলজার পরিচালিত এবং দীপিকা অভিনীত ‘ছপাক’কে। সিনেবিশেষজ্ঞদের মতে, যার জেরে রেটিংও কমেছে ছবির। বর্তমান প্রেক্ষিতে অ্যাসিড আক্রমণ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেও বক্স অফিসে সেরকম সাফল্য এখনও পায়নি ‘ছপাক’। অতঃপর, মুক্তির পরও দীপিকাকে খানিক অভিনবভাবেই দেখা গেল ছবির প্রচার করতে। প্রযোজনা সংস্থা ফক্স স্টারের উদ্যোগে দীপিকা পাড়ুকোন দিল্লির রাস্তায় বেরোলেন অ্যাসিড বিক্রির হাল-হকিকতের খোঁজ নিতে।

[আরও পড়ুন: ছেলের পরিচালনায় বাবার অভিনয়, ডেবিউ পরিচালক ঋদ্ধির ছবিতে কৌশিক সেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement