Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

‘ওম শান্তি ওম’ নয়, জানেন কোন ছবি দিয়ে অভিনয়ে আসেন দীপিকা?

শাহরুখের আগে দীপিকার নায়ক ছিলেন কে?

Deepika Padukone Birthday Special: Not Om Shanti Om but THIS was DP's first film|
Published by: Akash Misra
  • Posted:January 5, 2024 1:03 pm
  • Updated:January 5, 2024 1:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আখোঁ মে তেরি অজবসি আদায়ে হ্যায়…’ পটলচেড়া চোখ। ঠোঁটের বাঁকা হাসি। ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের পাশে নজর কেড়ে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেই সময়, ‘ওম শান্তি ওম’-এর ‘শান্তি’ ওরফে দীপিকা হয়ে উঠেছিলেন ন্যাশনাল ক্রাশ। একের পর এক সুপারহিট ছবি দিয়ে এখন দীপিকা বলিউডের মহারানি। কিন্তু জানেন কি যে ‘ওম শান্তি ওম’ বক্স অফিসে ঝড় তুলেছিল, সেই ছবি মোটেই দীপিকার প্রথম ছবি নয়!

 

Advertisement

হ্যাঁ, ঠিক পড়েছেন ‘ওম শান্তি ওম’ দীপিকার অভিনয় কেরিয়ারের প্রথম ছবি নয়। ২০০৭ সালে মুক্তি পায় ‘ওম শান্তি ওম’। কিন্তু তাঁর এক বছর আগেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দেন দীপিকা। ছবির নাম ‘ঐশ্বর্য’। দক্ষিণী সুপারস্টার উপেন্দ্রর সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছিলেন দীপিকা। ছবিটি বক্স অফিসে দারুণ হিট। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে দীপিকাকে। আর তার পরই শাহরুখের হাত ধরে বড় ব্রেক রণবীর সিং ঘরনির।

[আরও পড়ুন: হৃতিক-দীপিকার ‘ফাইটার’ কত ঘণ্টার সিনেমা জানেন? শুনলে অবাক হবেন!]

শুক্রবার ৩৮-এ পা দিলেন দীপিকা। ইতিমধ্য়ে অনুরাগীরা সোশাল মিডিয়া দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত দীপিকার জন্মদিন নিয়ে কোনও পোস্ট দেখা যায়নি রণবীর সিংয়ের তরফ থেকে।

[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement