Advertisement
Advertisement
Deepika Padukone

কালো পোশাকে বেবি বাম্প ঢাকলেন দীপিকা, আম্বানির ছেলের প্রি-ওয়েডিং পার্টিতে স্ত্রীকে আগলে ‘কেয়ারিং’ রণবীর সিং

সোশাল মিডিয়ায় ছবি পোস্ট রণবীর-দীপিকার।

Deepika Padukone and Ranveer Singh's outfit for Anant Ambani Preweadding
Published by: Akash Misra
  • Posted:March 2, 2024 10:38 am
  • Updated:March 2, 2024 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর সিং যে খুবই কেয়ারিং স্বামী, তা আগেও স্বীকার করেছেন দীপিকা পাড়ুকোন। আর রণবীরের এই গুণটাই দীপিকাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। এবার তো সেই দীপিকাই দুমাসের অন্তঃসত্ত্বা। রণবীর যে দীপিকার প্রতি আরও একটু বেশি যত্নবান হবেন, তাতে আর নতুন কথা কি।

দুমাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই অনন্ত আম্বানির প্রি ওয়েডিং পার্টিতে হাজির হলেন দীপিকা। কালো ককটেল পোশাকে একেবারে নজর কাড়লেন বলিউডের এই হবু মা।

Advertisement

[আরও পড়ুন: TRP তালিকায় আবারও সেরা ‘জগদ্ধাত্রী’, আগামীতে এই ধারাবাহিকে কী হতে চলেছে?]

সূত্র বলছে, পার্টিতে হাজির হলেও, খুব একটা বেশি নাচ-গান করতে পারেননি দীপিকা। রণবীর নাকি তাঁকে চোখে চোখেই রেখেছিলেন। তাঁদের সন্তানের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকেই নাকি নজর ছিল রণবীরের। এমনকী, গোটা পার্টিতে দীপিকাকে আগলে আগলেই রেখেছিলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পাঁচ বছর। দুজনেই সমানতালে কাজ করে চলেছেন রণবীর-দীপিকা। বলিপাড়ার অন্যান্য তারকারা যখন সন্তান নিয়ে সুখের ঘরকন্না করছেন, তখন বিটাউনের তারকা দম্পতি যে যাঁর কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে খুব একটা একসঙ্গে তাদের দেখাও যায় না ইতি-উতি! মাসখানেক আগে রণবীর-দীপিকার (Ranveer Deepika) বিবাহ বিচ্ছেদের গুঞ্জন রটলেও, সেসব তুড়ি মেরে উড়িয়ে গত নভেম্বরে বেলজিয়ামে বিবাহবার্ষিকী পালন করে এসেছেন রণবীর-দীপিকা। আর এবার সন্তানের অপেক্ষায় দিন গোনা শুরু বলিউডের এই হট দম্পতির।

[আরও পড়ুন: লোকসভায় দিদির চমক ‘দিদি নম্বর ১’ রচনা! ভোটে প্রার্থী হচ্ছেন? মুখ খুললেন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement