Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

আচমকাই ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর-দীপিকা! হঠাৎ কী হল?

সমুদ্রের ধারে সুসজ্জিত এই ফ্ল্যাটের ভাড়া মাসে সাত লক্ষ টাকা!

Deepika Padukone and Ranveer singh rent their Flat
Published by: Akash Misra
  • Posted:November 20, 2024 7:19 pm
  • Updated:November 20, 2024 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেবেছিলেন মেয়ে দুয়াকে নিয়ে সুসজ্জিত আধুনিক ফ্ল্য়াটে থাকবেন। তেমনটা প্ল্যানও করেছিলেন। কিন্তু ভাবলেন এক, আর হল অন্যরকম। সেই সাধের ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন! সমুদ্রের ধারে সুসজ্জিত এই ফ্ল্য়াটের ভাড়া মাসে সাত লক্ষ টাকা!

সূত্রের খবর, ২০১৮ সাল থেকে এই ফ্ল্যাটেই ছিলেন তাঁরা। যার আয়তন ৩ হাজার ২৪৫ বর্গফুট। এই ফ্ল্যাট ভাড়া দিয়ে প্রাথমিক ভাবে ২১ লক্ষ টাকা পেয়েছেন দীপবীর। ‘সিকিওরিটি ডিপোজ়িট’ হিসাবে পেয়েছেন ওই টাকা। এই ফ্ল্যাটে রয়েছেন অত্যাধুনিক জিম, সুইমিংপুল, কড়া নিরাপত্তা ব্যবস্থা।ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। ৮ সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হয় তাঁদের সন্তান।

Advertisement

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন দীপবীর, তা নিয়ে মুখ খোলেননি কেউই।

কয়েক বছর আগে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে আরও একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা-রণবীর। ফের আরেকটি বাড়ি। তবে খবর রয়েছে, রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ির পাশেই নতুন ফ্ল্যাট কিনেছেন দীপিকা ও রণবীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement