Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন! কত মাসের অন্তঃসত্ত্বা রণবীর ঘরনি?

রবিবারই সোশাল মিডিয়ায় বাবা হওয়ার খবর জানিয়েছেন বরুণ ধাওয়ান। এবার কি দীপিকা-রণবীরের পালা?

Deepika Padukone and Ranveer Singh Expecting their first child? here is what we know | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 20, 2024 4:16 pm
  • Updated:February 20, 2024 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই সোশাল মিডিয়ায় সুখবর দিয়েছেন বরুণ ধাওয়ান। জানিয়েছেন বাবা হতে চলেছেন তিনি। এবার কী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পালা? বলিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন অভিনেত্রী। রণবীর সিং ও তাঁর ঘরে আসতে চলেছে নতুন অতিথি।

Deepika

Advertisement

সম্প্রতি বাফটা অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা যায় দীপিকাকে। কিন্তু সেখানে কোনও বেবি বাম্পের চিহ্ন তো দেখা যায়নি। তাহলে? শোনা যাচ্ছে, দুমাসের অন্তঃসত্ত্বা দীপিকা। যদিও দীপিকা বা রণবীর (Ranveer Singh) কেউ এ বিষয়ে এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি। তবে রটনা, এই জন্যই HBO চ্যানেলের জনপ্রিয় শো ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় মরশুমে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

[আরও পড়ুন: পর্নস্টারের অস্বাভাবিক মৃত্যু! মানসিক অবসাদেই আত্মহত্যা? ]

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। এর পর কেরিয়ারেই মন দেন দুই তারকা।

Ranveer-Deepika-1

উল্লেখ্য, এর আগেও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গিয়েছিল। ২০২৩ সালে আবার রণবীর-দীপিকার বিচ্ছেদের রটনাও রটেছিল। কিন্তু তা কেবল রটনার স্তরেই রয়ে গিয়েছে। এবার কি জল্পনা সত্যি হবে? তা ভবিষ্যতেই জানা যাবে। এদিকে ‘ফাইটার’-এর পর অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘কল্কি 2898 AD’, ‘সিংহম এগেইন’-এর মতো সিনেমা।

[আরও পড়ুন: ‘ডন ৩’-এ রণবীরের ‘জংলি বিল্লি’ কে? জানিয়ে দিলেন পরিচালক ফারহান আখতার  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement