Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

রণবীরের হাত ধরতে নারাজ দীপিকা! সম্পর্কে চিড়? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন

এই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি দীপিকা ও রণবীরকে।

Deepika Padukone and Ranveer Singh attended an event together| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 25, 2023 10:59 am
  • Updated:March 25, 2023 10:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কার পুরস্কারে সন্ধেয় গোটা দুনিয়ায় মন জিতে নিয়েছেন দীপিকা। সেই চমককে সঙ্গে নিয়েই সম্প্রতি লস এঞ্জেলেস থেকে মুম্বইয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেল এক ফিল্মি পার্টিতে। সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা রণবীর সিং এবং বাবা প্রকাশ পাড়ুকোন। কালো শাড়িতে উজ্জ্বল হয়ে উঠেছিল দীপিকার রূপ। তবে এখানেই বাঁধে গণ্ডগোল। এই ফিল্মি পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে বলিউডে গুঞ্জন শুরু। নিন্দুকরা বলছেন, দীপিকা আর রণবীরের সংসারে নাকি অশান্তি!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

Advertisement

[আরও পড়ুন: দেননি ‘সেট’ পরীক্ষা, সমালোচিত দেবলীনা কুমার, ভুল শুধরে দিলেন নয়া পোস্ট]

তা কী রয়েছে এই ভাইরাল ভিডিওতে?

ভিডিওতে দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে রণবীরের পাশে হাঁটছেন দীপিকা। সঙ্গে রয়েছেন তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনও। ঠিক এই সময়ই দীপিকার হাত ধরতে চাইলেন রণবীর। কিন্তু দীপিকা রণবীরকে হাত ধরতে দিলেন না। বরং সরিয়ে দিলেন। এই ভিডিও দেখেই অনেকে মনে করছেন দীপিকা ও রণবীরের মধ্যে দূরত্ব বেড়েছে। তবে এই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি দীপিকা ও রণবীরকে।

[আরও পড়ুন: ‘সবই অনিশ্চিত হয়ে গিয়েছিল’, লকডাউনের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন রাজকুমার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement