সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার মুক্তি পেতেই হইচই শুরু। বক্স অফিসে যে ঝড় তুলতে প্রস্তুত শাহরুখের জওয়ান। তার ইঙ্গিত পাওয়া গেল ট্রেলার মুক্তির মধ্যে দিয়েই। ইতিমধ্য়েই রেকর্ড সংখ্যক দর্শক দেখে ফেলেছে জওয়ান ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবির নানা দৃশ্য, সংলাপ। যার মধ্য়ে দীপিকা ও শাহরুখের অ্য়াকশন দৃশ্য নিয়ে এখন আলোচনা তুঙ্গে।
সেই ‘ওম শান্তি ওম’ থেকেই শাহরুখ-দীপিকা জুটির আলাদা ম্যাজিক রয়েছে। দু’জনের কেমেস্ট্রি দারুণ হিট বক্স অফিসে। তবে এবার প্রেম যেমন রয়েছে, তেমনি থাকবে দীপিকার সঙ্গে ভরপুর অ্যাকশন। ট্রেলারে সেই অ্যাকশনের ঝলক দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে ‘শাহরুখ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লিখছেন ‘গলা ফাটাব সিনেমা হলে!’
৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘জওয়ান’। তার প্রাক্কালেই বুধবার দক্ষিণী তারকাদের পাশে নিয়ে গ্র্যান্ড মিউজিক লঞ্চ করেন শাহরুখের। বিজয় সেতুপতি, প্রিয়ামণি, অনিরুদ্ধ আর-সহ একাধিক দক্ষিণী তারকাদের মধ্যমণি হয়ে একাই মঞ্চ মাতাতে দেখা গেল বলিউড কিং-কে। তবে নজরে পড়ল না নয়নতারার উপস্থিতি। সেখানেই ফাঁস হল ‘জওয়ান’ নিয়ে এক বড় তথ্য। চেন্নাইয়ের ৩ হাজার পরিবার উপকৃত হয়েছে শাহরুখের এই সিনেমা থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.