সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৫ বছর আগে রবিবার দূরদর্শনের পর্দায় সকাল সকাল রামায়ণ শুরু হলে রাস্তাঘাট স্তব্ধ হয়ে পড়ত। প্রায় সব বাড়িতেই খুদে থেকে বড়দের চোখ থাকত রামায়ণের দিকে। সেই নস্ট্য়ালজিয়াই যেন উসকে দিলেন পর্দার সীতা দীপিকা চিখলিয়া। রামনবমীর শুভ তিথিতে সোশ্য়াল মিডিয়ায় সীতার বেশে রামনবমী উদযাপনের ভিডিও শেয়ার করলেন।
এই ভিডিও শেয়ার করে দীপিকা লিখলেন, রামনবমী উপলক্ষে এই শাড়িটি পরলাম। এই শাড়িটাই পরেছিলাম রামায়ণের লব-কুশ কাণ্ডে।
প্রসঙ্গত, তিনি পুরুষ শ্রেষ্ঠ। তাঁর বীরত্বের কাহিনি শুনলে শ্রদ্ধায় মাথা নত হতে বাধ্য। শুধুমাত্র ভারতে নয়, সারা বিশ্বেই শ্রীরামের পুজোর প্রচলন রয়েছে। এমনকি বেশ কিছু দেশে রামের বিশালাকায় মূর্তিও রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী, ‘রামনবমী’ শ্রীরামের জন্মতিথি। তাই এই দিন ভক্তিভরে শ্রীরামের পুজো করলে বিশেষ ফল মেলে। শুধু তাই নয়, শ্রীরামের পুজো করলে তুষ্ট হন মহাদেবও।
View this post on Instagram
এর নেপথ্যে রয়েছেন রামভক্ত শ্রী হনুমান। পবনপুত্র হনুমানের জন্মই হয়েছিল শ্রীরামের সেবার উদ্দেশ্য নিয়ে। সারাজীবন রামকেই প্রভু হিসেবে মেনে এসেছেন তিনি। রামায়ণ পড়লেই হনুমানের প্রভুভক্তির কথা জানা যায়। এমনকি প্রচলিত কথাতেও আছে ‘রামভক্ত হনুমান’। খুবই বিশ্বস্ত কাউকে বোঝাতে এই বিশেষ বাগধারাটির ব্যবহার করা হয়। তা এই হনুমানই হলেন মহাদেবের অবতার। শিবপুরাণেই এই তথ্যের স্পষ্ট উল্লেখ রয়েছে। আসলে শ্রীবিষ্ণু যেমন বিভিন্ন অবতারে মর্তে অবতীর্ণ হয়েছিলেন, মহাদেবেরও তেমনই বেশ কিছু অবতার রয়েছে। যার মধ্যে অন্যতম শ্রী হনুমান। হনুমান স্বয়ং এ কথা বলেছিলেন যে, শ্রীরামের পুজো করাই মানেই তাঁর পুজো করা। বরং হনুমান তাঁর নিজের নামগান অপেক্ষা রামনামে অধিক প্রীত হন বলেই মনে করেন অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.