সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমেই বলে রাখা যাক, এই ‘ধন্যি মেয়ে’ কিন্তু সিনেমার পর্দার নয়, বরং মঞ্চের। আর এই মঞ্চে হতে চলা ‘ধন্যি মেয়ে’ নাটকে মনসা চরিত্রে অভিনয় করতে চলেছেন দেবলীনা। পর্দায় যে চরিত্রে দুরন্ত অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন জয়া ভাদুরি। সেই চরিত্রেই এবার পা গলালেন দেবলীনা। তবে দেবলীনা যদি জয়া ভাদুরির চরিত্রে অভিনয় করেন, তাহলে উত্তমকুমার কে? বাংলা সিনেপ্রেমীদের কাছে এই ছবিতে উত্তম ও জয়ার দুরন্ত কমেডি দারুণ জনপ্রিয় হয়েছিল। এবার সেই অবতারেই দেখা যাবে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীর বিপরীতে ‘বগলা’ চরিত্রে অভিনয় করবেন সুমিত কুণ্ডু। ‘ধন্যি মেয়ে’ ছবিতে যা করেছিলেন পার্থ মুখোপাধ্যায়। সাবিত্রি চট্টোপাধ্য়ায়ের চরিত্রটি করছেন বিন্দিয়া ঘোষ। নাটকের পরিচালক বাপ্পা।
ইতিমধ্যেই এই নাটকের মহড়া শুরু করে দিয়েছে নাটকের টিম। শোনা যাচ্ছে, জুলাই মাসের শেষের দিকেই মঞ্চস্থ হবে এই নাটকটি।
মঞ্চের ‘ধন্যি মেয়ে’ নিয়ে বলতে গিয়ে সংবাদমাধ্যমে দেবলীনা দত্ত জানালেন, ”সত্য়িই চরিত্রটা চ্যালেঞ্জিং। আর আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। বাপ্পা বহুদিন ধরে নাটক পরিচালনা করছেন। বাপ্পা জানে কাকে, কোন চরিত্রে মানাবে, সেটা বুঝেই কাস্ট করেছে। আমার আশা নাটকটা খুবই ভালো হবে। পুরো টিমটাই অসাধারণ। ”
টেলিভিশন, সিনেমার পাশাপাশি মঞ্চেও উজ্জ্বল দেবলীনা দত্ত। তবে শুধু তাই নয়, অভিনব পোশাক পরে দেবলীনা এখন টলিউডের ফ্যাশন আইকন। ধন্যিমেয়ের পাশাপাশি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নিজের লেখা গল্প ‘মাকড়সা’ মঞ্চস্থ করতে চলেছেন দেবলীনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.