সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটবুকে নাম লেখা থাকলেই মৃত্যু অবধারিত! আর সেই নোটবুক যদি হয় আলাউদ্দিন খলজির, তাহলে? নিশ্চয়ই ভাবছেন এসব কী কাণ্ড! ব্য়াপারটা খোলসা করে বলা যাক।
পরিচালক সৌমাভ বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরে এবার আসতে চলেছে নতুন সিরিজ ‘আলাউদ্দিনের নোটবুক’ (Alauddin er Notebook)। সেই সিরিজের গল্পেই উঠে আসবে এরকম অদ্ভুত ঘটনা। সিরিজে অভিনয় করছেন দেবলীনা দত্ত, আরিয়ান ভৌমিক, সুদীপা বসু, জিনা তরফদার, জ্য়ামি বন্দ্যোপাধ্য়ায়ের মতো অভিনেতারা।
তা কী ‘আলাউদ্দিন এর নোটবুক’ সিরিজের গল্প? আরভের হাতে এসে পড়ে আলাউদ্দিনের নোটবুক। সেখানে লেখা নানা নিয়ম। নোটবুকে যাদের নাম লেখা থাকে, তারই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়। বইয়ের ভিতরে লেখা নিয়মগুলি বাস্তব জীবনেও প্রভাব ফেলে। সেই বইটির ক্ষমতা নিয়ে পরীক্ষা চালিয়ে যায় আরভ। নিয়মের কিছু হেরফেরও করে। এর জেরে বেশ কিছু অপরাধ শুরু হয় শহরে। কেন হচ্ছে এরকম, এর নেপথ্যে কে? শুরু হয় তদন্ত। এরকমই এক রহস্যের গল্প উঠে আসবে এই সিরিজে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.