সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃহারা হলেন দেবশ্রী রায় (Debashree Roy)। মঙ্গলবার অর্থাৎ রাসপূর্ণিমার দিন প্রয়াত হয়েছেন অভিনেত্রীর মা আরতি রায়। ৯২ বছর বয়স হয়েছিল তাঁর। শোনা গিয়েছে, বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন আরতিদেবী। অভিনেত্রীর দিদির বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
শোনা গিয়েছে, অসুস্থ হয়ে পড়ার পর থেকেই দেবশ্রী রায়ের দিদির বাড়িতে ছিলেন আরতিদেবী। গত ৯ আগস্ট পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন। তারপর থেকেই কাহিল হয়ে পড়েছিলেন। নৃত্যশিল্পী ছিলেন আরতিদেবী। সাঁই নটরাজ ডান্স স্কুল নামের নাচের স্কুল চালাতেন। সেই স্কুল থেকে শিখে এখন বহু শিল্পী নাচের জগতে প্রতিষ্ঠিত। মায়ের অনুপ্রেরণাতে দেবশ্রী রায়ে নাচ শেখা শুরু। তাঁর অভিনয় জগতে আসাও মায়ের কারণেই।
এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে দেবশ্রী রায় জানিয়েছেন, মায়ের জন্যই তাঁর অভিনয় জগতে আসা। তাছাড়া অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছে তাঁর ছিল না। কেরিয়ারের শুরুর দিকে নাকি মায়ের হাত ধরেই স্টুডিওপাড়ায় যেতেন দেবশ্রী রায়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জানিয়েছেন, বার্ধক্যজনিত সমস্যা ছাড়া আর কোনও রোগ ছিল না তাঁর মায়ের শরীরে। গত জন্মদিনে মাকে পায়েস রেঁধে খাইয়েছিলেন। শান্তিতেই তাঁর মা প্রয়াত হয়েছেন, একথা জানিয়েছেন দেবশ্রী রায়। প্রয়াণের সময় তিন মেয়েকেই পাশে পেয়েছিলেন আরতিদেবী, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, দেবশ্রী রায় ছাড়াও আরও তিন সন্তান রয়েছে আরতি দেবীর। দেবশ্রী রায়ের দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়। বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা তিনি। সেই হিসেবে দিদাকে হারালেন রানি। আরতিদেবীর প্রয়াণ নাচের জগতেরও অপূরণীয় ক্ষতি, এমনটাই মনে করছেন অনেকে। আরতিদেবীর সংস্থাতেই নাচ শিখেছিলেন অভিরূপ সেনগুপ্ত। নৃত্যগুরুকে হারিয়ে শোক প্রকাশ করেন তিনি। দেবশ্রী রায় ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.