Advertisement
Advertisement
Lucky Ali

এবার ‘ও সনম’ গানে গোয়া মাতালেন লাকি আলি, ভিডিও দেখে আবেগে ভাসছে নেটদুনিয়া

ভাইরাল ভিডিওটি দেখে আবেগাপ্লুত আনন্দ মহিন্দ্রাও

Days after Lucky Ali's viral video, this time he sings another version of O Sanam in Goa | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 13, 2020 5:21 pm
  • Updated:December 13, 2020 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় ফেজ টুপি। গাল ভরতি সাদা দাড়ি। হাতে গিটার। লুক বদলে গেলেও গলায় সেই একইরকম ম্যাজিক। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল লাকি আলির ও সনম গান। দীর্ঘদিন পর প্রিয় গায়ককে দেখে নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন অনুরাগীরা। ফের শিরোনামে বলিউডের এককালের অন্যতম সেরা গায়ক লাকি আলি। এবার গোয়ায় গিটার হাতে মন কাড়লেন সংগীতশিল্পী।

গোয়ায় ও সনম গানের একেবারে অন্য ভার্সান শোনা গেল লাকি আলির (Lucky Ali) গলায়। অভিনেত্রী নাফিসা আলি সেই ভিডিও পোস্ট করতেই আবেগে ভাসলেন নব্বইয়ের প্রজন্ম। ‘কহো না প্যায়ার হ্যায়’ থেকে ‘বচনা অ্যায় হাসিনো’ ছবিতে তাঁর মধুর কণ্ঠের জাদুতে ভেসেছে অগণিত মানুষ। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও যে তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি, তা প্রথম ভিডিওটি ভাইরাল হতেই বোঝা গিয়েছিল। অনুরাগীরা জানিয়েছিলেন, তাঁকে গানের দুনিয়া ঠিক কতখানি মিস করেছে। এবারও চর্চার মধ্য মণি তিনি। গোয়ার সুন্দর একটি লোকেশনে হাতে গিটার নিয়ে প্রাণ খুলে গাইলেন। ছিলেন অন্যান্য মিউজিশিয়ানরাও। আর বেশ কয়েকজন অনুরাগী সেই ‘পারফেক্ট’ মিউজিক্যাল মুহূর্তকে ক্যামেরা বন্দি করলেন। মাঝে মধ্যে কোরাসে গলাও মেলালেন প্রিয় গায়কের সঙ্গে।

Advertisement

[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ সিদ্ধার্থ শুক্লার বিরুদ্ধে! পালটা দিলেন অভিনেতাও]

নাফিসা আলির সেই ভিডিওটি দেখে আবেগাপ্লুত আনন্দ মহিন্দ্রাও। বিজনেস টাইকুন সেই ভিডিওটি রিটুইট করে মনে কথা খুলে বলেছেন। জানিয়েছেন, লাকি আলির গান শুনে তিনি কতটা নস্ট্যালজিক হয়ে পড়েছেন। এককথায় বিখ্যাত এই সংগীতশিল্পীর কণ্ঠের ম্যাজিকে মজে রয়েছে নেটদুনিয়া। শুধুমাত্র একটি গান নয়, ‘ও সনম…’ এখন হয়ে উঠেছে মন ভাল করার টনিক।

[আরও পড়ুন: দরিদ্র পরিবারগুলিকে আয়ের ব্যবস্থা করে দিতে এবার ই-রিকশা উপহার দিলেন ‘রবিনহুড’ সোনু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement