সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র পাঁচদিনেই বক্স অফিসে বাজিমাত সৃজিত মুখোপাধ্য়ায়ের নতুন ছবি দশম অবতারের। বক্স অফিসে রিপোর্ট অনুযায়ী, মাত্র ৫ দিনের মধ্য়েই সৃজিতের এই ছবি ব্যবসা করেছে ৩ কোটিরও বেশি। ট্রেন্ড বলছে, এই ছবি আগামী দিনেও রেকর্ড ব্যবসা করবে।
‘বাইশে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চিদা’-র ডবল প্রিক্যুয়েল এই ছবি। সৃজিতের কপ ইউনিভার্সের কেন্দ্রে রয়েছে মার্ডার, চেজ, থ্রিল, সিরিয়াল কিলার, এবং ‘প্রবীর রায়চৌধুরি’ ও ‘বিজয় পোদ্দার’-এর মিঠে-কড়া সম্পর্ক, বাকসংঘাত। ট্রেলার প্রকাশ পাওয়া পর থেকেই সিনেপ্রেমীদের মনে উৎসাহ জন্মেছিল। ছবি মুক্তির পর যে সেই উৎসাহ আরও বেড়েছে তার প্রমাণ বক্স অফিসের রিপোর্টেই।
View this post on Instagram
প্রসঙ্গত, অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ‘বাঘাযতীন’কেও টেক্কা দিয়েছিল ‘দশম অবতার’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসান যে ছবিতে, সেই ছবি নিয়ে যে দর্শকদের উন্মাদনা থাকবে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। এমনকী, অগ্রিম বুকিংয়ের মার্কশিটে বলিউড ছবি ‘গণপত’কেও হারিয়ে দিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। রিলিজের আগেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। যা কিনা টলিউডের ইতিহাসে রেকর্ড বলেই ধরা হচ্ছে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.