Advertisement
Advertisement

Breaking News

Saurav Weds Darshana

রাত পোহালেই মিস থেকে মিসেস, রীতি মেনে বৃদ্ধি-অধিবাস সারলেন কনে দর্শনা

আলোয় সেজে উঠেছে টলিউড অভিনেত্রীর বাড়ি।

Darshana Banik wedding rituals, getting married with Saurav Das | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:December 14, 2023 6:55 pm
  • Updated:December 14, 2023 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। শুক্রবারই ‘মন্টু পাইলট’ সৌরভ দাসের (Saurav Das) সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দর্শনা বণিক (Darshana Banik)। ইতিমধ্যেই অভিনেত্রীর বাড়িতে তোড়জোড় তুঙ্গে। রীতি মেনে বিয়ের আগে বর-কনে উভয় পক্ষই আশীর্বাদ সেরে ফেলেছেন। বৃহস্পতিবার অধিবাস এবং বৃদ্ধিও হয়ে গেল টলিউড অভিনেত্রীর।

ইতিমধ্যেই মিষ্টি কনের বিয়ের নিয়ম পালনের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই অভিনেত্রীকে দেখা গেল লাল পাড় সাদা শাড়ি পরনে। মাথায় শোলার মুকুট। স্বল্প গয়নায় দিব্যি লাগছে দর্শনা বণিককে। অধিবাসের পর নিয়ম মেনে বৃদ্ধি পালনও হল অভিনেত্রীর। দর্শনার হাতে লাল সুতো পরিয়ে দিলেন তাঁর বাবা। মেহেন্দির ডিজাইন হালকা হলেও সুন্দর। টলিউড সুন্দরীর দাদা আমেরিকা থেকে এসেছেন স্ত্রী সন্তানকে নিয়ে। আলোয় সেজে উঠেছে টলিউড অভিনেত্রীর বাড়ি।

Advertisement

বিয়ে মানেই কাছের মানুষদের কাছে সাজগোজ। দর্শনাকে সুন্দর করে সাজিয়ে দিলেন তাঁর বউদি। প্রসঙ্গত দিন কয়েক আগেই সৌরভ-দর্শনাকে (Saurav Weds Darshana) আইবুড়ো ভাত খাইয়েছেন ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। সেই তালিকায় রয়েছেন নীল-তৃণাও। 

[আরও পড়ুন: সিনেমা হিট করাতে মন্দিরে ভরসা! বৈষ্ণোদেবীর পর শিরিডি সাঁইবাবার দুয়ারে শাহরুখ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

প্রসঙ্গত, কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসছে বিয়ের আসর। অধিবাস থেকে গায়ে হলুদ সব অনুষ্ঠানের জন্যই বেনারসি শাড়ি বেছে নিয়েছেন দর্শনা। অধিবাসে পরবেন তসর বেনারসি। গায়ে হলুদে হলুদ রঙের বেনারসি। আর বিয়েতে পরবেন লাল টুকটুকে বেনারসি। গোটা শাড়িতে থাকবে রুপোর কাজ। দর্শনার পছন্দেই তৈরি হয়েছে এই স্পেশাল শাড়ি। বৌভাতে ফুসিয়া গোলাপি বেনারসিতেই সাজবেন দর্শনা। সৌরভ পরবেন তসরের ধুতি, জামদানি ও কাঁথার কাজের কুর্তা। বিয়ের মেনুতেও বাঙালি খাবারকেই অগ্রাধিকার দিচ্ছেন দর্শনা ও সৌরভ।

[আরও পড়ুন: ‘আর কত রাত…! মালাইকাকে আদৌ বিয়ে করবে?’, করণের প্রশ্নে বোমা ফাটালেন অর্জুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement